by Priyo Australia | June 4, 2018 7:02 pm
গতকাল (রবিবার, ৩রা জুন, ২০১৮) মেলবোর্ন বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন ও মেলবোর্ন বাংলা স্কুলের উদ্যোগে মেলবোর্নে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জন্যে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ১২০-১৫০ জনের মতো বাংলাদেশী অংশগ্রহন করে। উল্লেখ থাকে যে গতবছর ও এই সংগঠন এই ইফতার মাহফিলের আয়োজন করেছিল।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মেলবোর্ন বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেলবোর্ন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোল্লা মোঃ রাশিদুল হক (তিনি পেশাগত ভাবে অস্ট্রেলিয়ার মোনাশ ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক)। তিনি বিদেশের মাটিতে বাংলাদেশী কমিউনিটির সঙ্গবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ত্ব আরোপ করেন। তিনি মেলবোর্ন বাংলা স্কুল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও ইতিহাস সবার কাছে তুলে ধরেন। এই সংগঠনের সবাই যে এখানে স্বেচ্ছাসেবী তা সবার সামনে তুলে ধরেন। আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষা ও বাংলাদেশী কৃষ্টি-সভ্যতা ইত্যাদি পৌঁছে দেয়ার জন্যে বাংলা স্কুলকে আর্থিক-মানবিক-সাংগঠনিক ভাবে সহযোগিতা করার জন্যে সকলের কাছে আহবান জানান। তিনি এই অনুষ্ঠান সফল করার জন্যে মেলবোর্ন বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেসনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জনাব নুরুল হক টিকু, প্রতিষ্ঠাতা প্রধান উপদেস্টা ড. আলম মাহবুব, উপদেস্টা ড. মিজান লস্কর, যুগ্ম সম্পাদক কবির আহমেদ, শিক্ষিকা মিসেস মিতা পারভিন, মিসেস নাসিমা খান, ড. নাহার, মিসেস জুবাইদা আলী, অভিভাবক মিসেস তামান্না ও মিসেস ইসমত আরা কানন সহ ইফতাঁর মাহফিলে এসে তা সাফল্য মন্ডিত করার জন্যে সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মেলবোর্ন বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেসনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জনাব নুরুল হক টিকু মেলবোর্ন বাংলা স্কুলকে একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে সবার সামনে উপস্থাপন করে সবাইকে তাদের ছেলে-মেয়েদের বাংলা শিখতে পাঠানোর জন্যে অনুরোধ করেন। প্রতিষ্ঠাতা প্রধান উপদেস্টা ড. আলম মাহবুব মেলবোর্ন বাংলা স্কুলের উন্নয়নের স্বার্থে সবার আর্থিক ও মানবিক সহযোগিতা কামনা করেন। স্কুলের শিক্ষিকা মিসেস মিতা পারভীন তাঁর বক্তব্যে বলেন এই সংগঠনের সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই সংগঠন চালাচ্ছেন। তাই ছেলে-মেয়েদের এই স্কুলে পাঠিয়ে, বুদ্ধি-পরামর্শ দিয়ে বা আর্থিকভাবে সাহায্য করে এই সংগঠনকে বেগবান করতে সবার প্রতি আহবান জানান। ইফতারে দোয়া পরিচালনা করেন উপদেস্টা ড. মিজান লস্কর ও অনুষ্ঠানস্থলে নামাযে ইমামতি করেন হাফেজ আব্দুল্লাহ আলী।
অনুষ্ঠানের শেষে সভাপতি মোল্লা মোঃ রাশিদুল হক ইফতার মাহফিলে আসার জন্যে সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
[1]
[2]
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2018/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a8/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.