by Priyo Australia | March 28, 2018 12:28 am
বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা-তে “ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ”২০১৮ পালন।
সংবাদ বিজ্ঞপ্তি: ক্যানবেরা, ২৬ মার্চ ২০১৮ – বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরাতে “ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ”-২০১৮ পালিত হয়। সকাল ৯.০০ ঘটিকায় হাইকমিশনার সুফিউর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উদ্যাপনের কর্মসূচী শুরু করেন। একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
বানী পাঠের পর হাইকমিশনার সুফিউর রহমান তাঁর বক্তেব্যে মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদের আত্মত্যাগ ও সকল স্তরের মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল ধরে রাখতে হবে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও সহনশীলতার কথা তুলে ধরেন এবং স্বল্পোন্নত ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের কথা উল্লেখ করেন। তিনি বলেন স্বাধীনতার অর্জন ও উন্নয়নশীল দেশে উত্তোরনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৯৭১ সালের ১০ই এপ্রিল স্বাধীনতার ঘোষনাপত্রে উল্লেখিত মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার ও সাম্যতা এর উপর গুরুত্বারোপ করতে হবে। বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে তিনি দেশে ও প্রবাসে বসবাসরত সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, দুপুর ১৩.০০ ঘটিকার সময় অস্ট্রেলিয়ায় বসবাসরত সকল প্রবাসী অভিবাসী ও হাইকমিশনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সমন্বয়ে হাইকমশিন অডিটরিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮.০০ ঘটিকার সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উপলক্ষ্যে স্থানীয় আলবার্ট হলে সন্ধ্যা ৬.০০ ঘটিকায় একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধিবৃন্দ ও বরেণ্যব্যক্তিবর্গ, রাষ্ট্রদূত ও কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশীগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন এবং অনুষ্ঠানটি উপভোগ করেন।
[1] [2] [3] [4] [5]
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2018/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-3/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.