by Priyo Australia | April 20, 2018 9:14 am
বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা-তে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০১৮ উদ্যাপন
সংবাদ বিজ্ঞপ্তি
ক্যানবেরা, ১৭ এপ্রিল ২০১৮ – বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা কর্তৃক যথাযথ মর্যাদা ও উদ্দীপনায় ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০১৮ উদ্যাপিত হয়। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০১৮ উপলক্ষে প্রদত্ত বাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের উপর ভিত্তি করে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করেন। তাঁরা বলেন ঐতিহাসিক ১৭ই এপ্রিল কোন রাজনৈতিক দলের একক কোন বিষয় নয় এটা সমগ্র বাঙ্গালী জাতির ইতিহাসের অংশ। তাই রাজনৈতিক মতাদর্শের উর্দ্ধে উঠে এই দিবসের তাৎপর্য হৃদয়ে ধারণ করতে হবে।
হাইকমিশনার সুফিউর রহমান তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান এর সাথে তার সুযোগ্য সহকর্মীদের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার শপথ নেওয়ার বাংলাদেশ সরকারের আইনগত , স্ংাবিধানিক ও ন্যায়সংগত অবস্থান তৈরি হয় তা মহান মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্ব দরবারে স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ও স্বীকৃতি অর্জনে বিশেষ ভূমিকা রাখে। মুজিবনগর সরকারের যোগ্য নেতৃত্বে, সঠিক দিকনির্দেশনা ও রণকৌশল মুক্তিযুদ্ধকে সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত মানবতা, সাম্যতা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলেই আমরা বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্রমুক্ত, সুখী-সমৃদ্ধ স্বপ্নের “সোনার বাংলাদেশ” বিনিমার্নে সফল হবো।
সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
[1]
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2018/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%a5-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.