by Kazi Sultana Seeme | August 23, 2017 9:10 am
কাজী সুলতানা শিমিঃ গত ২০শে আগষ্ট সন্ধ্যায় সিডনির ইংগেলবার্ন লাইব্রেরী হলে বঙ্গবন্ধু পরিষদ অষ্ট্রেলিয়ার উদ্যোগে পালন করা হয় জাতীয় শোক দিবস। এতে সংগঠনের সভাপতি জনাব ড. খাইরুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রফিক উদ্দীনের পরিচালনায় শোক দিবসের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অষ্ট্রেলিয়ায় নিযুক্ত মান্যবর রাস্ট্রদূত কাজী ইমতাজ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মো: নজরুল ইসলামের কোরআন তেলোয়াত ও ১৫ আগস্টে নির্মমভাবে নিহত জাতীর জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল ব্যাক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সংগঠনের প্রাক্তন সভাপতি ড. রতন কুন্ডু’র স্বাগতিক বক্ত্তব্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আলোচনা শুরু করেন। সভায় ষোড়স সংশোধনী সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের উপর বিশদ আলোচনায় রায়ের পর্যবেক্ষন ভালভাবে না জেনে এই স্পর্শকাতর ইস্যুতে কোনরুপ মতামত ব্যাক্ত না করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন এই সংগঠনের প্রাক্তন সভাপতি ও ম্যাকুয়ারী ইউনিভার্সিটির আইন অনুষদের সাবেক ডীন ড. রফিকুল ইসলাম।
[1]
এ ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব ড. কাইয়ুম পারভেজ, মো: সিরাজুল হক, ডা: লাভলী রহমান, ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটরিসিভিকের পক্ষে কাউন্সিলর মাসুদ চৌধুরী, এমদাদ হোসেন, হারুনুর রশীদ, ফারুক সীমন রবিন। পুরবী বড়ুয়া বঙ্গবন্ধুকে নিয়ে তার নিজের লেখা একটি কবিতা পাঠ করেন। বিরতির পর মো: জাকি খন্দকারের সম্পাদনায় বংগবন্ধু’র জীবন নিয়ে একটি প্রামান্য চিত্রসহ বংগবন্ধু’র শৈশবকাল থেকে রাষ্টীয় জীবনের কিছুর দুর্লভ স্হির চিত্র প্রদর্শন করা হয়।
[2]
এ শোক সভায় বিশেষ অতিথি ছিলেন ড. মোয়াজ্জেম হোসেন, এসোসিয়েট প্রফেসর গ্রিফিথ ইউনিভার্সিটি ব্রিসবেন। এছাড়াও স্টেট এমপি এনালক চান্টিভংসহ সিডনিতে বসবাসরত কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, সংবাদপত্র ,সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। সবশেষে যারা এ শোক সভায় সার্বিকভাবে সহযোগীতা প্রদান করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ প্রদান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2017/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.