by Dr. Shakhawat Nayon | April 24, 2017 12:59 am
ড. শাখাওয়াৎ নয়ন, সিডনি থেকেঃ অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল ২০১৭) সিডনি’র ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথিতযশা সংগীত শিল্পী সিরাজুস সালেকীনের অংশগ্রহণ এবং সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সিডনিবাসী বাংগালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বর্ষবরণের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা গান, গণসংগীত, নৃত্য এবং আবৃতি হলভর্তি দর্শকদের মনোযোগের পিনপতন নিরবতা অধিকার করে। প্রতীতি বরাবরের মতোই যথাসময়ে (সকাল ১০ঃ৩০ মিনিটে) অনুষ্ঠান শুরু করে। উল্লেখ্য, সিডনির বাংগালিদের পঞ্চাশাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের মধ্যে ‘প্রতীতি’ সেরকম দুই একটি দীর্ঘজীবি সংগঠনের একটি, যারা সময় মতো অনুষ্ঠান শুরু করে। প্রায় বিশ বছর যাবৎ সিডনিতে মান-সম্মত অনুষ্ঠান পরিবেশনার কারনে অনেকেই এই সংগঠনটিকে সিডনির ছায়ানট বলেও অভিহিত করেন। অনুষ্ঠানে সদ্য প্রয়াত কিংবদন্তী শিল্পী লাকী আখন্দ এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2017/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.