‘সুন্দরবন রক্ষা’র দাবিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

by Priyo Australia | December 2, 2016 1:39 am

মোহাম্মদ মনিরুজ্জামান শাকিল,  ক্যানবেরা:  স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ক্যানবেরাতে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চলে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিরোধিতা করেন। এ ধরনের প্রকল্পের ফলে সুন্দরবনের আশপাশের প্রাণ-প্রকৃতি কিভাবে হুমকির মুখে পড়বে, তা যুক্তিসহ তুলে ধরেন বক্তারা।

বক্তারা সরকারকে সব হীন স্বার্থ থেকে মুক্ত হয়ে দেশের মানুষের স্বার্থে জনবিরোধী ও হঠকারী এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। এ সময় দেশে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন রক্ষার আন্দোলনের সংহতি জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে প্রবাসী বাংলাদেশিরা ‘সেভ সুন্দরবন, স্টপ রামপাল’, ‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাই না’ ইত্যাদি লেখা প্লাকার্ড ও ব্যানার নিয়ে আসেন ।

বিক্ষোভ শেষে বাংলাদেশিদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন প্রবাসীরা। এরপর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন অফিসে হাইকমিশনারের কাছেও স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভ এবং স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান শাকিল, সিদ্দিকুর রহমান কমল, নিউটন মুহুরী, কামরুল আহসান খানসহ আরো অনেক বাংলাদেশি ও অস্ট্রেলিয়ার সচেতন নাগরিক।

shundorbon-rokkha5[1] shundorbon-rokkha3[2] shundorbon-rokkha2[3]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/shundorbon-rokkha5.jpg
  2. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/shundorbon-rokkha3.jpg
  3. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/shundorbon-rokkha2.jpg

Source URL: https://priyoaustralia.com.au/community-news/2016/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/