by Priyo Australia | June 14, 2016 12:36 am
গত ৩ জুন , শুক্রবার সিডনির স্থানীয় একটি ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল মননশীল মাসিক পত্রিকার ‘স্বাধীন কন্ঠ’ এর মোড়ক উন্মোচন।
বৈরী আবহাওয়ার মাঝেও ‘স্বাধীন কন্ঠ’ -এর লেখক, শুভানুধ্যায়ী ও বন্ধুদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে পরিপূর্ণভাবে স্বার্থক করে তোলে। সামান্তা ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনার করা হয় এবং স্বাধীন কন্ঠ পরিবারের পক্ষে রাশেদ ইবনে বকর অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
প্রথমে মঞ্চে এসে নতুন এই প্রকাশনাটির প্রতি শুভেচ্ছা জানান প্রবীন রাজনীতিবীদ গামা আব্দুল কাদের, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীম, সমাজসেবক ও আইনজীবি জনাব সিরাজুল হক, একুশে একাডেমীর সভাপতি ডঃ আব্দুল ওহাব। এর পর মঞ্চে আসেন বিদেশ বাংলা ২৪ ডট কম-এর সম্পাদক মোঃ আবদুল মতিন , মাসিক মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামীম, মাসিক পেন এন্ড পেপারের প্রকাশক নাজমুল হুদা বাবু এবং ভোরের কাগজ অস্ট্রেলিয়ার প্রতিনিধি কাজী সুলতানা সিমি। তারা স্বাধীন কন্ঠ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। এর পর পরই মঞ্চে আমন্ত্রিত অতিথিদের হাতে ‘স্বাধীন কন্ঠের’ সৌজন্য কপি তুলে দেওয়া হয়। তারা সকলের সামনে পত্রিকাটির কপি তুলে ধরেন।এই সময় দর্শকরা বিপুল করতালি দিয়ে স্বাধীন কন্ঠের এই উদ্যোগকে স্বাগত জানান।
এই প্রকাশনে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সিডনির এ্যাশফিল্ডে প্রতিষ্ঠিত পৃথিবীর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের অন্যতম রূপকার, মাদার ল্যাঙ্গুয়েজেস কন্সারভেসন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক এর চেয়ারপারসন, লেখক নির্মল পাল, ভোরের কাগজ অস্ট্রেলিয়ার প্রতিনিধি কাজী সুলতানা সিমি এবং সুপ্রভাত সিডনির সম্পাদক আব্দুল আউয়ালকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া ও অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী ‘শাহে জামান টিটু শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং স্বাধীন কন্ঠ পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’র সভাপতি একেএম ফজলুল হক শফি,’বাসভূমি অনলাইন টেলিভিশনের প্রধান আকিদুল ইসলামও বিদেশবাংলা টেলিভিশনের নির্বাহী প্রয়োজক রহমতউল্লাহকে তাঁদের শুভেচ্ছা বক্তব্য দেন।
এই সময়ই স্বাধীন কন্ঠের প্রধান পৃষ্ঠপোষক ইএসআাই গ্লোবাল সার্ভিসের প্রধান নির্বাহী কাজী আব্দুল কাদের আরমান আগামীতে পত্রিকাটির প্রতি তার প্রতিষ্ঠানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের স্বাধীন কন্ঠের সহকারী সম্পাদক শায়লা শারমিন নিপা উপস্হিত অতিথিদের কাছে পত্রিকাটির জন্য দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিডনি প্রবাসী বিশিষ্ট লেখক অজয় দাস গুপ্ত ও ডঃ শাখাওয়াত নয়ন তাঁদের দিক নির্দেশনা মূলক মতামত প্রদান করেন।
এরপর অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে স্বাধীন কন্ঠ পরিবারের সদস্যদেরকে মঞ্চে আহব্বান করা হয়। এসময় উপস্থিত ছিলেন , নির্বাহী সম্পাদক মোঃ এন সাফা (আলমগীর), সহকারী সম্পাদক শায়লা শারমিন নিপা, প্রধান প্রতিবেদক মোঃ সাইফুল ইসলাম, আর্ট ডিরেক্টর সাঈদ এম রহমান, বিজ্ঞাপন ম্যানেজার আজিমুল হোক, সহকারী বিজ্ঞাপন ম্যানেজার হ্যারিস সোহান, প্রতিবেদক, এস এম আমিনুল ইসলাম রুবেল, নামিদ ফারহান, ফাহাদ আসমার, শরীফ ভুঁইয়া, আলী বশীর নূর, রাশেদ ইবনে বকর প্রমুখ।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় কন্ঠশিল্পী মিঠু ও উজ্জল দর্শকদের মাঝে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন।
সবশেষে আর্ট ডিরেক্টর স্বাধীন কন্ঠের সাঈদ এম রহমান, অনুষ্ঠানে উপস্হিত হয়ে স্বাধীন কন্ঠের পথ চলায় সমর্থন দেওয়ার জন্য সকলে ধন্যবাদ জানান। পরে তিনি সকলকে নৈশ ভোজের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
উক্ত অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী লেখক, সাংবাদিক, সংগীত শিল্পী, রাজনীতিবিদ, সাংবাদিক ,কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
[1]
[2]
[3]
[4]
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2016/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.