by Priyo Australia | March 16, 2015 5:25 pm
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ১৬ মার্চ ২০১৫ঃ কৃষি গবেষণা ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অস্ট্রেলিয়ার সম্মানজনক ‘জন ডিলন’ ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন প্রফেসর ড. লুৎফুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাকৃবি রিসার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক। গত রবিবার ১৫ মার্চ ২০১৫ অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত পার্লামেন্ট হাউসে জন ডিলন ফেলোশিপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ অধ্যাপক ড. লুৎফুল হাসানের হাতে সম্মানজনক ওই পুরস্কার তুলে দেন। প্রফেসর ড. লুৎফুল হাসান ২০১৪ সালে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2015/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%a1-%e0%a6%b2%e0%a7%81%e0%a7%8e%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.