তরুণ এনআরবিদের প্রতি রাষ্ট্রপতি : দেশের উন্নয়নে অবদান রাখুন

by Priyo Australia | April 18, 2014 8:14 am

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ তরুণপ্রজন্মের অনাবাসিক বাংলাদেশিদের (এনআরবি) প্রতি দেশের উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁদের দেশের উন্নয়নে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার ওপরও গুরম্নত্বারোপ করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমেদ।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা চেম্বারের লড়্গ্য ও উদ্দেশ্য সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তারা বলেন যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের বিকাশে তাঁরা কাজ করে যাচ্ছেন।

রাষ্ট্রপতি চেম্বারের কর্মকান্ডের প্রশংসা করেন এবং মেধা স্থানানত্মর ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থসামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা যাতে অবদান রাখেন, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণে তাঁদের প্রতি আহ্বান জানান।

Source URL: https://priyoaustralia.com.au/community-news/2014/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7/