ব্রাজিল বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু সাও পাউলো নগরীতে

by Priyo Australia | December 9, 2013 9:52 am

লাভজনক ব্যবসা-বানিজ্য আর নিশ্চিত বিনিয়োগের অপার সম্ভাবনাময় দেশ ব্রাজিলের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক জোরদারে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে সম্প্রতি সাও পাউলো নগরীতে প্রতিষ্ঠিত হয়েছে ব্রাজিল বাংলাদেশ বিজনেস ফোরাম – বিবিবিএফ। সাও পাউলোর প্রতিশ্রুতিশীল তরুন ব্যবসায়ী শেখ মুস্তাফিজুর রহমান আনিককে সভাপতি এবং এএইচএম খাইরুল ইসলামকে সাধারন সম্পাদক করে গঠিত কার্যকরী কমিটি ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। ব্রাজিল বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিবিএফ)’র উপদেষ্টা হিসেবে আছেন মোহাম্মদ নাবিল মুয়াল্লেম, মোহাম্মদ ফজলুর রহমান, আন্তোনিও কার্লোস আলবের্তো বোসসোলো, রেজওয়ানুল ইসলাম এবং মনজুরুল ইসলাম।

নবগঠিত কার্যকরী কমিটির অপর সদস্যরা হচ্ছেন সাইফুল্লাহ আল মামুন (সহ সভাপতি), মিন্টু ধর (সহ সভাপতি), মিজানুর রহমান (যুগ্ম সম্পাদক), ফয়েজ আহমেদ লিটন (যুগ্ম সম্পাদক), আহসান ইমাম (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক), দেলওয়ার হোসাইন হিরা (বৈদেশিক বানিজ্য বিষয়ক সম্পাদক), নাজমুল হুসাইন শাহিন (মার্কেটিং এক্সিকিউটিভ), মাহামুদুল ইসলাম (ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিকিউটিভ), মোহাম্মদ তাবরেজ আহসান (বিজনেস এনালিস্ট), শিপার খান (গভর্নমেন্ট রিলেশন কোঅর্ডিনেটর), হুমায়ুন আহমেদ (কোষাধ্যক্ষ), জুয়েল আহমেদ (পিআরও – পাবলিক রিলেশন অফিসার), শ্যামল রহমান (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) এবং তেরেসো ক্রিস্তিনা পাসসোস দো কারমো (চিফ এক্সিকিউটিভ সেক্রেটারি)।

ব্রাজিল বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিবিএফ) সভাপতি শেখ মুস্তাফিজুর রহমান আনিক এই প্রতিবেদককে জানিয়েছেন, অনেক ত্যাগের বিনিময়ে আজ আমরা ব্রাজিলে প্রতিষ্ঠিত হয়েছি এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কল্যানে ব্রাজিলের সীমানা পেরিয়ে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ থেকেও আমরা যুগান্তকারী ভূমিকা রাখতে বদ্ধপরিকর। সেলক্ষ্যে অচিরেই ল্যাটিন অমেরিকা বাংলাদেশ বিজনেস ফেরামেরও যাত্রা শুরু হবে বলে জানান বিবিবিএফ সভাপতি।

উল্লেখ করা যেতে পারে, গত বছর ব্রাসিলিয়াতে প্রতিষ্ঠিত হয় পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস। প্রায় ৩ হাজার বাংলাদেশীর বসবাস বর্তমানে দেশটিতে। রাজধানী ব্রাসিলিয়া, সাও পাউলো, রিও দে জেনেইরো সহ পুরো ব্রাজিল জুড়ে এমনকি অনেক প্রত্যন্ত এলাকাতেও গড়ে উঠছে বাংলাদেশ কমিউনিটি। দক্ষ-অদক্ষ জনশক্তি রফতানীর বিশাল সম্ভাবনা ছাড়াও বাংলাদেশী পন্যের বিশেষ বাজার সৃষ্টির সুযোগ রয়েছে দেশটিতে। আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল এবং ২০১৬ সালের অলিম্পিক গেমসকে ঘিরে ইতিমধ্যে ব্রাজিল হয়ে উঠেছে আরো বেশি গুরুত্ববহ।

Source URL: https://priyoaustralia.com.au/community-news/2013/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b8/