by Saifullah Dulal | June 9, 2010 8:07 pm
কানাডা থেকে সাইফুল্লাহ মাহমুদ দুলাল। কানাডার পররাষ্ট্র মন্ত্রি লরেন্স কেলি বলেছেন, নূর চৌধুরীকে ফেরৎ পাঠানো হবে তবে আইনি প্রক্রিয়ার পর। কারণ কানাডায় খুনী বা সন্ত্রাসীদের স্থান নেই। শান্তিপূর্ণ কানাডা অপরাধীদের স্বর্গরাজ্য নয়। গতকাল ০৮ জুন মন্ট্রিয়লের সেন্টজনে পন্ট ক্লেয়ার হলি ডে ইন হোটেলে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি জনাব সরওয়ার হোসেনের সাথে এক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রি কেনি একথা বলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স এবং কানাডার প্রাক্তন জাস্টিস মিনিস্টার গেরমি চাকুয়েত উপস্থিত ছিলেন। জনাব সরওয়ার খুনী নূর চৌধুরীর মামলার রায় ও নথিপত্র হস্তান্তর করে মন্ত্রী আরো বলেন, ইতিমধ্যে তার আপিল বাতিল হয়েছে। এখন মানবাধিকার গ্রাউন্ডের শুনানি হবে। অতঃপর কানাডার আইন মোতাবেক নূরকে যুক্তরাষ্ট্রে ফেরৎ পাঠানো হবে এবং তা বাংলাদেশও হতে পারে যা আলোচনা বা চুক্তি সাপেক্ষে উল্লেখ্য এ বিষয় নিয়ে কানাডা আওয়ামী লীগ আগামী ১১ জুন কানাডার আইন মন্ত্রির রব নিকলসনের সাথেও সাক্ষাৎ করবেন।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2010/%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.