by P. S. Chunnu | April 24, 2010 5:29 am
সিডনিতে নাগরিক সম্বধর্নায় আইনমন্ত্রী
দাউদ হায়দার ও তসলিমা নাসরিনের দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না
আকিদুল ইসলাম: সিডনিতে এক নাগরিক সম্বধর্না সভায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, নির্বাসিত কবি দাউদ হায়দার ও তসলিমা নাসরিনের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোন বাধা নেই। তিনি বলেন,এদের দুজনের কারো নাগরিকত্ব সরকার বাতিল করেনি। তাহলে দেশে ফিরতে সরকার কেন বাধা দেবে। বরং তারা দেশে ফিরতে চাইলে সরকারের যে ভূমিকা পালন করা উচিত সরকার তা করবে। গত ১৫ এপ্রিল স্থানীয় শেরাটন হোটেলে আওয়ামীলীগ অস্ট্রেলিয়া আয়োজিত সম্বধর্না সভায় আইনমন্ত্রী বাংলাদেশের যুদ্ধাপরাধীদেও বিচার প্রক্রিয়া সম্পর্কিত বিশদ আলোচনা করেন।স্থানীয় মিডিয়া কর্মকতা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদেও বিভিন্ন প্রশের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের বিচার সম্পন্ন হয়েছে, শুরু হয়েছে বিডিআর হত্যাকান্ডের বিচার। এ ব্যাপারে কোন সন্দেহ নেই, বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। সরকার আর্ন্জাতিক ও দেশীয় যুদ্ধাপরাধ আইনের ভিত্তিতেই এ বিচার সম্পন্ন করবে। আমরা বিচার প্রক্রিয়াকে বিতর্কেও উর্ধ্বে রাখার সর্বোচ্চ ব্যবস্থা করেছি।যুদ্ধাপরাধীদের বিচার কেবলমাত্র আমাদের নির্বাচনী প্রতিশ্র“তিই নয়, এটি জাতির আজন্মকালের দাবী।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন মোল্লা, ড. আবুল হাসনাত মিলটন,হাসনাত মিল্টন, ফজলুল বারী, আকিদুল ইসলাম, রবিন বনিক, ড. রোনাল্ড পাত্র, ড. বোরহান উদ্দিন, ড. রফিকুল ইসলাম, গামা অআব্দুল কাদির,অধ্যাপিকা মাহফুজা খানম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক পি এস চুন্নু।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2010/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%89%e0%a6%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b0/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.