by Priyo Australia | November 23, 2009 4:07 pm
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার “M” classification পেয়েছে।
অস্ট্রেলিয়ায় Public Release এর জন্য মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ অষ্ট্রেলিয়ান ক্লাশিফিকেশন বোর্ড “M” classified করেছে।
অস্ট্রেলিয়ান ডিস্ট্রিবিউটর ‘অসবেন মিডিয়া সেন্টারের তত্ত্বাবধানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ”অস্ট্রেলিয়ান প্রিমিয়ার নাইট” হচ্ছে ১৯ ডিসেম্বও ২০০৯। সিডনির বিখ্যাত ফক্স স্টুডিওতে অবস্থিত হয়েট্স সিনেমা হলের প্রিমিয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউ সাউথওয়েলস আর্ট মিনিস্টার। বিশেষ অতিথি থাকবেন ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগর ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব লে: জেনারেল মাসুদ উদ্দিন চেীধুরী, ছবির পরিচালক – মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম ও অভিনেতা গায়ক রাশেদ উদ্দিন আহমেদ তপু। এছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার মূলধারার চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সমালোচকরা। ছবিটি পর্যায়ক্রমে মুক্তি পাবে মেলবোর্ন ও ক্যানবেরায়।
এ উপলক্ষে ‘অসবেন মিডিয়া সেন্টার’ ও অস্ট্রেলিয়ান ফিল্ম ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে ‘চ্যালেঞ্জেস অফ ফিল্ম মেকিং ইন ইমার্জিং কান্ট্রিস’ শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মোস্তফা সরয়ার ফারুকী।
ইতিমধ্যে ছবিটি বিশ্বের শীর্ষস্থানীয় দু’টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম ‘পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ প্রিমিয়ারের পর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ অংশ নেয় আবুধাবির ‘মিডলইস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে’।
উৎসবের প্রতিযোগিতা বিভাগে কান, ভেনিস, টরেন্টো, সান সেবাস্টিয়ান, পুসানসহ বিভিন্ন উৎসব থেকে আসা ১৮টি সেরা ছবির মধ্যে একমাত্র দক্ষিণ-এশীয় ছবি হিসেবে প্রতিনিধিত্ব করে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। দু’টি উৎসবেই প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক, ফেস্টিভাল প্রোগ্রামার এবং ফিল্ম ম্যাগাজিনগুলোর ভূয়সী প্রশংসা অর্জন করে ছবিটি।
গল্প : রুবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শিক্ষিত, আধুনিক ও মুক্তমনা মেয়ে রুবা, ঢাকা শহরের উঠতি মধ্যবিত্ত শ্রেণীর তরুণী। তরুণ এনজিওকর্মী মুন্নাকে সে ভালোবাসে কিন্তু প্রথাগতভাবে বিয়ে করতে চায় না। রুবা তার নিজ স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু মুন্না যখন তার জীবন থেকে হারিয়ে গেল তখন রুবা রক্ষণশীল মুসলিম সমাজে একজন স্বাধীন নারী হিসেবে বাস্তবতার মুখোমুখি হলো।
ছবির কাহিনীর জন্য অনুপ্রেরণা যুগিয়েছে সৈয়দ মনযুরুল ইসলামের উপন্যাস। এ ছবিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, দিকন নূর, অপর্ণা শুভেচ্ছা, ইশা প্রমুখ।
‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ১১ ডিসেম্বর মুক্তি পাবে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
ছবির দৈর্ঘ্য : ১২৩ মিনিট। ফরম্যাট : ৩৫ মি.মি.। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। নির্বাহী প্রযোজক : ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান।
গোলাম মোস্তফা, অসবেন মিডিয়া সেন্টার
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2009/3rd-person-singular-number-classified-m-for-australian-public-release-ausban-media-centre/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.