মেলবোর্নে বাংলাদেশ-ভারত যুদ্ধ!

by Fazlul Bari | March 17, 2015 3:46 am

ক্রিস হেজেস মেলবোর্ন থেকে দেড়শ কিলোমিটার দূরের গ্রাম এলাকা বালারাতে থাকেন। পেশায় কৃষিজীবী ক্রিসের জন্ম ইংল্যান্ডে। ষাট বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন। পরিচয় হতেই মজার একটা তথ্য দিলেন। বিরক্তকর লম্বা সময়ের খেলা হিসাবে ক্রিকেট তার একদম পছন্দের না। অথচ সেই ক্রিস মেলবোর্ন এসেছেন বাংলাদেশ-ভারতের খেলা দেখতে! কারন টেলিভিশনের খবরের হাইলাইটসে বাংলাদেশের কাছে তার জন্মভূমি ইংল্যান্ডের নাস্তানাবুদ হবার বৃত্তান্ত দেখে বাংলাদেশের খেলা দেখার আগ্রহ তার জন্মেছে! মেলবোর্ন এসে এ রকম আরও নানান কাহিনী পাওয়া যাচ্ছে।

এর আগে বাংলাদেশ-শ্রীলংকার খেলা দেখতে মেলবোর্ন আসা হয়েছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেট মক্কা এমসিজিতে সেটাই ছিল বাংলাদেশ দলের প্রথম খেলা। সেই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার বাংলাদেশি জীবনের প্রথমবারের মতো এমসিজিতে ঢোকেন। বাংলাদেশ না জিতলেও দলের লড়াকু মানসিকতায় তাদের বেশিরভাগ অসন্তুষ্ট হয়ে ফেরেননি। সেই এমসিজির চারপাশে এবার ভিন্ন দৃশ্য! আগে যে কোন ভেন্যুতে গেলে মনে হতো বাংলাদেশের সাংবাদিক বুঝি সবচেয়ে বেশি এসেছেন এবারের বিশ্বকাপে! কিন্তু এবার এমসিজির আশপাশ এলাকার যে দিকে চোখ যায় শুধু ভারতীয় সাংবাদিক! তাদের একজন গুজরাটের এক টিভি চ্যানেলের সাংবাদিক অরবিন্দ দেখা হতেই ‘মওকা মওকা’ বলে মজা করেন। এরপর বলেন, আগে পাকিস্তানের সঙ্গে ম্যাচের আগে যে যুদ্ধ যুদ্ধ ভাব দেখেছেন, এবার তা বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে ঠাওর করা যাচ্ছে। অরবিন্দ স্বীকার করেন বৃহস্পতিবারের খেলাকে সামনে রেখে বেশ চাপের মধ্যে আছে ভারতীয় দল। কারন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আবারও চ্যাম্পিয়ন হতে চায়। সেখানে বাংলাদেশ আছে নির্ভার! তারা বিশ্বকাপে ভালো খেলছে। ইংল্যান্ড দলকে হটিয়ে দিয়েছে বিশ্বকাপের প্রতিযোগিতা থেকে। এখন চোখ রাঙ্গাচ্ছে ভারতকে। ভারতের চাপটা বাংলাদেশ কোন অঘটন ঘটিয়ে ফেললে তার বিশ্বকাপ স্বপ্ন শেষ।


বৃহস্পতিবার মেলবোর্নের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি আছে। তবে এ বৃষ্টি নিয়ে কেউ ভাবছেন না। ওভার কর্তন অথবা রিজার্ভ ডে’তে এর ফয়সালা হবে। মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের নানা প্রস্তুতি চলছে এ ম্যাচকে স্মরনীয় করে রাখতে। এ উপলক্ষে ফেসবুকে খোলা হয়েছে বিশেষ ইভেন্ট পেজ। সেখানে পাওয়া যাচ্ছে তাদের প্রস্তুতির নানা তথ্য। খেলা উপলক্ষে সিডনি, ক্যানবেরা, এডিলেইড, ব্রিসবেন সহ নানা শহর থেকে প্রবাসী বাংলাদেশিদের ঢ্ল আসছে মেলবোর্ন অভিমুখে। আইসিসির সভাপতি, বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী লোটাস কামালও এরমাঝে এখানে এসে পৌঁছেছেন। প্রবাসী বাংলাদেশি যুবক মুন্না বললেন, বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে তারা ঈদের প্রস্তুতির মতো ব্যস্ততায় আছেন। এমসিজিতে সেদিন নানা ঘটনা ঘটতে পারে। এমসিজির ধারন ক্ষমতা এমনিতে ৯৩ হাজার। ৭০-৭৫ হাজার ভারতীয় আসতে পারেন ম্যাচ দেখতে। বাংলাদেশির সংখ্যা যদি সেদিন ১৫ হাজারও হয় সেই ১৫ হাজারের বুলন্দ আওয়াজে ভারতীয়দের চিৎকার চাপা দিতে হবে। সেভাবেই তারা তৈরি হচ্ছেন। চিৎকার করে না হয় তাদের আওয়াজ চাপা দিলেন, খেলার কী হবে? মুন্না বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন সেদিন বাংলাদেশ হয় খুব খারাপ ভাবে হারবে অথবা জিতবে। এর মাঝামাঝি কিছু হবেনা। জয়ের সম্ভাবনা বেশি, কারন বাংলাদেশ চাপে নেই এবং চাপে থাকবেনা। মুন্নার মতো আশা মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের অনেকের।

Source URL: https://priyoaustralia.com.au/articles/sports/2015/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4/