ফিরে যাচ্ছে দেশে টিম বাংলাদেশ

by Fazlul Bari | March 20, 2015 5:04 am

বৃহস্পতিবার এমসিজিতে ভারতের কাছে বাংলাদেশের বিশ্বকাপ শেষ! প্রায় দেড়মাসের ট্যুর শেষে রোববার দেশে ফিরে যাচ্ছে টিম বাংলাদেশ। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন তথ্যটি নিশ্চিত করেছেন। শনিবার বাংলাদেশ দল মেলবোর্ন থেকে প্রথম যাবে এডিলেইডে। সেখান থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে দল ঢাকা পৌঁছবে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায়।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন উপলক্ষে গত ২৪ জানুয়ারি বাংলাদেশ ছাড়ে টিম বাংলাদেশ। ব্রিসবেনে অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে খেলে প্রথম দুটি প্রস্তুতি ম্যাচ খেলে। এরপর সিডনি এসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে। প্রস্তুতির চার ম্যাচেই হেরে যায় টিম বাংলাদেশ।

এরপর ক্যানবেরায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের মাধ্যমে শুরু হয় বাংলাদেশের মূল বিশ্বকাপ মিশন। এরপর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে পরিত্যক্ত হলে সেখান থেকে এক পয়েন্ট হাতে বুঝে পায়। মেলবোর্নের এমসিজিতে প্রথমবার খেলতে ঢুকে হেরে যায় শ্রীংকার বিরুদ্ধে। এরপর নিউজিল্যান্ডের নেলসনে যায় স্কটল্যান্ডের সঙ্গে খেলতে। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাশিত জয়ের পর এডিলেইডে ইংল্যান্ডকে হারিয়ে টিম বাংলাদেশ পৌঁছে যায় স্বপ্নের কোয়ার্টার ফাইনালে। এরপর আবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যায় হ্যামিল্টনে। সেডন পার্কের সেই ম্যাচে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে হেরে যায়। বৃ্হস্পতিবার এমসিজিতে কোয়ার্টার ফাইন্যালে ভারতের কাছে হেরে শেষ হয়ে যায় বাংলাদেশের বিশ্বকাপের সেমি ফাইনালের যাবার স্বপ্ন। বিতর্কিত আম্পায়ারিং এখন মূল আলোচনায়। চলছে সমালোচনার ঝড়। কিন্তু আসল সত্য বাংলাদেশ আর নেই বিশ্বকাপের প্রতিযোগিতার রেসে। টিম বাংলাদেশ ফিরে যাচ্ছে দেশে।

বিপিএল’এ ম্যাচ ফিক্সিং’এর অভিযোগে দেশের ক্রিকেটে নিষিদ্ধ লিজেন্ট অব রুপগঞ্জের লুৎফুর রহমান বাঁধন কী করে বৃহস্পতিবার মেলবোর্নে আইসিসির লাউঞ্জ ব্যবহার করেছেন তা তদন্ত করে দেখবে বিসিবি। বিসিবির সভাপতি নাজমুল হাসান এমপি তথ্যটি দিয়েছেন। ধারনা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের কোন খেলোয়াড় থেকে পাস নিয়ে ওই গ্যালারিতে ঢুকে গিয়েছিলেন সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ বাঁধন।

নাজমুল হাসান বলেন মেলবোর্নের ম্যাচকে কেন্দ্র করে আইসিসির ভিআইপি লাউঞ্জ ব্যবহারের জন্যে বিসিবিকে মোট ২৫ টি পাস দেয়া হয়। এর ১৭ টি পাস বিসিবির কর্মকরর্তারা ব্যবহার করেছেন। খেলোয়াড়দের দেয়া হয় ৮ টি পাস। এরমধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী সেই লাউঞ্জে বসেই খেলা দেখেছেন। খেলোয়াড়দের দেয়া পাসগুলোর কোন একটি পেয়ে গিয়ে লুৎফুর রহমান বাঁধন সেই গ্যালারিতে ঢোকার ও অবস্থানের সুযোগ পেয়েছেন কীনা তা বিসিবি তদন্ত করবে।

Source URL: https://priyoaustralia.com.au/articles/sports/2015/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2/