আইসিসির ভূমিকার প্রতিবাদ দেখিয়েছে ‘মেলবোর্ন বাংলা টাইগারস’

by Priyo Australia | March 28, 2015 6:18 pm

মেলবোর্নের কোয়ার্টার ফাইন্যালে বাংলাদেশের বিরুদ্ধে অবিচার আর ক্রিকেটের বানিজ্যিকরনে আইসিসির ভূমিকার প্রতিবাদে শনিবার সেখানে প্রতিবাদ দেখিয়েছে একদল প্রবাসী বাংলাদেশি। মেলবোর্নের ফেডারেশন স্কয়ার প্রাঙ্গনে প্রায় অর্ধ-শতাধিক প্রবাসী বাংলাদেশীদের একত্রিত হওয়ার উদ্দেশ্য ছিল বিশ্বকাপ ২০১৫ তে অধিক আলোচিত আইসিসি’র বাণিজ্যিকরন এর বিরুদ্ধে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ-ভারত সহ বেশ কিছু ম্যাচের ফলাফল কিছু নির্দিষ্ট দলের পক্ষে যায়। উপস্থিত সবার বক্তব্য ছিল আইসিসি’র নিয়োগকৃত আম্পায়ার আলীম দার ও ইয়ান গোল্ড এর বেশ কিছু পক্ষপাতিত্বমূলক ভুল সিদ্ধান্তের জন্য বাংলাদেশ-ভারত ম্যাচটির ভাগ্য পালটে ভারতের সেমিফাইনাল নিশ্চিত করে। এছাড়াও পুরো বিশ্বকাপজুড়ে কোন একটি দলের প্রতি আইসিসি’র সদয় আচরণ ও শুধুমাত্র সেইদলের ক্রিকেটারদের অনুপ্রেরণাদানের জন্য প্রতিটি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাদের নির্লজ্জ বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আইসিসি’র বাণিজ্জিকরণ প্রকাশ পায় বলে মনে করেন প্রটেস্টে অংশনেয়া সবাই।’সেইভ ক্রিকেট সেইভ আইসিসি’, ‘উই ওয়ান্ট ফেয়ার ক্রিকেট’ ‘ক্রিকেট ইজ নট ফর সেইল’ সহ বেশ কিছু প্ল্যাকার্ড দেখা যায়। প্রতিবাদ শেষে উদ্যোক্তারা ‘মেলবোর্ন বাংলা টাইগারস’ নামের একটি ক্রিকেট ফ্যানগ্রুপ প্রতিষ্ঠার ঘোষনা দেয়।



Source URL: https://priyoaustralia.com.au/articles/sports/2015/%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-2/