বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইন অস্ট্রেলিয়া

by Fazlul Bari | March 22, 2015 10:56 pm

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ১৯ মার্চের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে বঞ্চনার পরবর্তিতে আইসিসির ভূমিকার প্রতিবাদ জানানোর কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইন অস্ট্রেলিয়া নামের একটি সংগঠন। রোববার মেলবোর্নে প্রবাসী তরুনদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। উদ্যোক্তাদের পক্ষে যায়েদি সজিব জানান, ১৯ তারিখের বাংলাদেশ ভারতের খেলার পর আই সি সি(ICC) -র সুনিপুন পক্ষপাতিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রথম প্রতিবাদ মিলন হবে ২৬ মার্চ ২০১৫ সিডনি শহরে. পরবর্তীতে প্রতিবাদ হবে মেলবোর্ন এর ফেডারেশন স্কয়ারে ২৮ মার্চ ২০১৫, দুপুর ১২-টায়। এ উপলক্ষে এক বিবৃতিতে বলা হয়, ‘সৃষ্ট পরিস্থিতিতে আমরা গভীর ক্ষোভ আর মন খারাপ নিয়ে আজ একসাথে হলাম আমরা কজন। প্রথম দিকে আমরা ছিলাম ৩০-৩৫ জন. আরো অনেকগুলো দেশের মত আমরাও ভালবাসি ক্রিকেটকে ভালবাসি আমাদের টাইগারদের……..উদেশ্য আমাদের একটাই ১৯ তারিখের বাংলাদেশ ভারতের খেলার পর আই সি সি(ICC) -র সুনিপুন পক্ষপাতিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমাদের এই প্রতিবাদ এবং গণসংযোগের একটাই উদেশ্য দুর্নীতি মুক্ত ক্রিকেট। উদ্যোক্তারা বলেছেন তারা এই প্রতিবাদের সঙ্গে অস্ট্রেলিয়ার মূলধারার ক্রিকেটার, ক্রিকেট সাংবাদিক-ভাষ্যকারদের সংযুক্ত করার চেষ্টা করছেন।

plz contact for more information: Wrubel – 0416345681
ইভেন্টের লিঙ্কঃhttps://www.facebook.com/events/366898616848179/367607686777272/[1]

Endnotes:
  1. https://www.facebook.com/events/366898616848179/367607686777272/: https://www.facebook.com/events/366898616848179/permalink/367607686777272/

Source URL: https://priyoaustralia.com.au/articles/sports/2015/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%87/