বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর ফিক্সচার

by Priyo Australia | June 12, 2014 1:00 am

সময়ের চাকা ঘুরে চার বছর পর আবার ও ফিরে এলো “The Biggest Show on Earth” – বিশ্বকাপ ফুটবল। অনেক চরাই উতরাই পেরিয়ে, নানা প্রতিবাদ, আন্দোলন এর ডামাডোলে ফুটবল নিয়ে আলোচনা আজ গৌণ। তবুও আমি নিশ্চিত রেফারির বাঁশিতে আজ সকাল ৬ টায় যখন ব্রাজিল ও ক্রোয়েশিয়া র মধ্যে ফুটবল যুদ্ধ শুরু হবে আপামর ফুটবল প্রেমীরা সব বিতর্ক ভুলে খেলাতে ই মজে যাবেন।

বাংলাদেশী মাত্রই ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ফুটবল কে আপন করে নিয়েছে। নিজ দেশ কোন দিন বিশ্বকাপ এর এই মহাযজ্ঞে অংশীদার হতে পারবে কিনা জানিনা। তবে আমরা যারা অস্ট্রেলিয়াকে নিজের দেশ করে নিয়েছি তাদের জন্য নিজের অস্ট্রেলিয়ান পরিচয় কে উদযাপন করার এর থেকে ভাল উপলক্ষ আর কি হতে পারে? তাই এই বিশ্বযুদ্ধের কোন অংশ থেকে যেন বঞ্চিত হতে না হয়, প্রিয় অস্ট্রেলিয়ার পাঠকরা এবারের বিশ্বকাপের ফিক্সচার ডাউন লোড করে নিন[1] আর চোখ রাখুন প্রিয় অস্ট্রেলিয়ার ক্যালেন্ডার এ। এখানে আপনি পাবেন অস্ট্রেলিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিটি খেলার সময় সূচি।

২০১৪ বিশ্বকাপের জন্য ৩২টি অংশগ্রহণকারী দল এখন ব্রাজিলে। এই দলগুলোর প্রতিটি খেলাই আপনি দেখতে পারবেন অস্ট্রেলিয়ার যেকোনো প্রান্ত থেকে!

শুক্রবার ভোর ৬টার প্রথম খেলা থেকে শুরু করে ১৪ জুলাইের ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ সম্প্রচার করবে SBS। অস্ট্রেলিয়াতে সম্প্রচারের জন্য SBS এক্সক্লুসিভ রাইট্‌স কিনে নিয়েছে, সুতরাং Foxtel, Senata বা Fetch TVতে বিশ্বকাপের খেলাগুলো সরাসরি দেখা যাবেনা। তাতে কিছু এসে যায় না কারণ SSB বিশ্বকাপের সবকটি (৬৪টি) খেলা দেখানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বেশীরভাগ খেলাই SBS-1এ দেখানো হবে (SBS HDতে সমসাময়িক সম্প্রচার)। একই সময়ে যদি ২টি খেলা থাকে তাহলে SBS-2 তে দ্বিতীয় খেলাটি দেখানো হবে।

প্রিয় অস্ট্রেলিয়ার পাঠকদের জন্য অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে এবারের বিশ্বকাপের ফিক্সচার ডাউনলোডের জন্য উপহার রইল।


ধন্যবাদ

প্রিয় অস্ট্রেলিয়া টিম

2014/FIFA_World_Cup_2014_Fixture_645148304.pdf[2] ( B) 

Endnotes:
  1. বিশ্বকাপের ফিক্সচার ডাউন লোড করে নিন: https://priyoaustralia.com.au/files.php?force&file=2014/FIFA_World_Cup_2014_Fixture_645148304.pdf
  2. 2014/FIFA_World_Cup_2014_Fixture_645148304.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/2014/FIFA_World_Cup_2014_Fixture_645148304.pdf

Source URL: https://priyoaustralia.com.au/articles/sports/2014/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf/