by Shahadat Manik | June 22, 2021 6:48 pm
গান – বাবা তুমি ছাড়া এই পৃথিবী
গানটা সুললিত, সুমধুর, সুশ্রাব্য, সুস্বরপূর্ণ এবং সুরেলা! এ কারণ গুলির জন্যেই দু একটি কথা লিখতে বসা।
গান রিভিউ করার মত যোগ্যতা আমার নেই। আমি শ্রোতা। গান আমার প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আমার অস্তিত্বে বসবাস করে। গান ছাড়া একদিনও কল্পনা করতে পারি না। সব ধরণের গানই শুনি – কোনো বিশেষ ধরণের গানে সীমাবদ্ধ নই। গানের ভাষারতেও সীমাবদ্ধতা নেই। ভাষা জানা না থাকলেও সমস্যা হয় না আমার।
বাবা দিবসে (২০ জুন ২০২১) প্রিমিয়ার করা গান “বাবা তুমি ছাড়া এই পৃথিবী” । ছোট ভাই মুকুলের কাছ থেকে লিংকটা পেয়েছিলাম। বলতে দ্বিধা নেই, অনেক দিন পর ভালো একটি বাংলা গান শুনবার ভাগ্য হলো। গানের কথা কি সূর – অপূর্ব ভাবে এক ধারাতেই বাঁধা। এই গানের কথাগুলোকে এর চেয়ে ভিন্ন ভাবে সূর করে এতো মহিমান্বিত করা যেত কিনা জানি না। বেশ মুগ্ধ হয়ে ছিলাম গানের বেজে চলার সমস্ত সময়টুকুন। এ পর্যন্ত কয়েকবার শুনেছি। ভালো লেগেছে প্রতিবার। কিংবদন্তি সুরকার শেখ সাদি খান এর সূর বলে কথা!
গানের কথা গুলি লিখেছেন জ্যোতিকা চৌধুরী। অপূর্ব মায়ায় পরিপূর্ন কথা গুলি। সীমাহীন আবেগের আন্তরিকতা ছিল শব্দে শব্দে। গানের কথা গুলি ছিল একজন বাবার ছবি আঁকার এক একটা তুলির আঁচড় এবং শেষে একজন স্বপ্ন বাবা পূর্ণতা পেয়ে যায় গান শেষ হবার রেশ কাটতে না কাটতেই।
মঈনুল হোসেন মুকুল ছিল ভিডিওগ্রাফি পরিচালনায় এবং আর্ট & কস্টিউমে ছিলো সালিমা শারমিন হোসেন। দুজনে মিলে গানটির মর্যাদার প্রতি বেশ সুবিচার করেছেন। দৃশ্যায়ন ছিল বেশ প্রসাঙ্গিক এবং যথাযুক্ত। ভালো লেগেছে।
গৌরি চৌধুরীর কণ্ঠের সাথে আমার প্রথম পরিচয় সম্ভবত গত বছর, “আইজো আমি তারে ভুলি নাই” গানটি দিয়ে। ব্যতিক্রম কণ্ঠ – কর্ণে শান্ত শীতল প্রশান্তি ঢেলে দেবার মত সূরেলা কণ্ঠ। এই গানটি আমার বানানো ইউটুবের প্লেলিষ্টে স্থান পেয়েছে যথাযোগ্য মর্যাদার সাথেই।
গৌরি চৌধুরীর কণ্ঠের সুমিষ্ট ভিন্নতা কেন জানি আমাকে লিজেন্ডারি প্রিয় শিল্পী নিলুফার ইয়াসমিনের কথা মনে করিয়ে দেয়। গৌরি চৌধুরীর দীর্ঘজীবন আর উত্তর উত্তর সাফল্য কামনা করছি। ভালো থাকবেন আমার প্রিয় শিল্পী।
কণ্ঠ: গৌরী চৌধুরী
গানের কথা : জ্যোতিকা চৌধুরী
সূর : শেখ সাদি খান
সংগীত: উজ্জল সিনহা
সীতার: রাহুল চ্যাটার্জী
বাঁশি: বাবু
তবলা: মিলন ভট্টাচার্য্যে
সারেঙ্গী: আরশেদ
গিটার : সামু বড়ুয়া
পার্কাশন: জনি
মিক্সিং & মাস্টারিং : টিপু সুলতান
ষ্টুডিও: পিয়ানো
মডেল :
মৃনাল সেনগুপ্ত
মিল্টন সাহা
সিয়েন্না সাহা
পালমিরা তাড়ান
ভিডিও এডিটিং | কালার | ডিরেক্টর: মঈনুল হোসেন মুকুল
আর্ট & কস্টিউম: সালিমা শারমিন হোসেন
Source URL: https://priyoaustralia.com.au/articles/music-review/2021/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.