পবিত্র লাইলাতুল কদর

by Shariful Islam | September 5, 2009 6:38 pm

সন্মানিতমহিমান্বিত রজনলাইলাইতুল কদরলাইনকদর দুটিই আরবশব্দলাইল শব্দের অর্থ হলরাত আর কদর শব্দের অর্থ শব্দের অর্থ সম্মানপূর্নাঙ্গ অর্থ হলসম্মানিত রাতএই রাত সম্পর্কপবিত্র কোরআনবলহয়েছ

লাইলাতুল কাদরখাইরুম মিনব আলেিফ শাহার অর্থাৎ কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম

এই লাইলাতুল কদর রাত্রিতেই পবিত্র কুরআন নাজল হয়েছিল। ৬১০ খ্রিষ্টাব্দের ২৭শে রমজানেররাতরাসূলকরীম (সঃ) কুরআনের বাননিয়এসেছিলেন

হযরত আব্দুল্লাহ ইবনআব্বাস (রাঃ) বর্ণনকরেছেন হযরত জিবরাই (আঃ) লাইলাতুল কদর কুরআনুল মাজীদকলাওহমাহফুজ হতদুনিয়ার নিকটবর্তআসমানবাইতুল ইজ্জত পর্যন্ত একত্রনিয়আসেন এবহযরত জিবরাইল (আঃ) অন্য ফেরেশতাদের দিয়লিপিবদ্ধ করানএপর ২৩ বছর কুরআনুল করীমের কিছকিছঅংশ নিয়রাসূলপাক (সাঃ) এর কাছহাজির হতেন

লাইলাতুল কদরের ফজিলত অনেকএই রাতের গুরুত্ব বুঝাতআল্লাহ ১টি র্পূনাঙ্গ সূর আল কদর গুরুত্ব বুঝাতআল্লাহ ১টি পূর্নাঙ্গ সূর আল-কদর নাযিল করেছেন। এ সূরনাজিল হওয়ার শানেনুজুল হচ্ছএকবার রাসূলুল্লাহ (সাঃ) সাহাবীগনকবনি ইসরাইলের আবিদ-জাহিদ নামক এক লোকের ইবাদত সম্পর্কবলেছিলেন। সে লোকটি হাজার মাস বিরতিহীনভাবসাররাত জেগইবাদত বন্দেগি করতেনএবসারাদিন সিয়াম পালন করতেনআল্লাহর রাস্তায় লড়াই করতেনসাহাবিগণলোকটি বৃত্তান্ত শুননিজেদর স্বল্প আয়ুর কথভেবআাফসোস করেছিলেন। এ সময় সূরকদর নাজিল হয়হযরত আনাস (রাঃ) বর্ণনকরেছেন একবার রমজান মাস উপস্থিত হলরাসূল (সাঃ) বললেন তোমাদের সামনএমন ১টি মাস এসেছযার মধ্যে ১টি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষশ্রেষ্ঠ। যে ব্যক্তি এ রাতইবাদত থেকবঞ্চিত হলো, সে যেন যাবতীয় মঙ্গল হতবঞ্চিত হলো। একমাত্র হতভাগ্য ব্যক্তিইরাতের মঙ্গল থেকবঞ্চিত থাকে। (ইবনমাজাহ)

লাইলাতুল কদরের আমল সম্পর্কহযরত আয়শা (রাঃ) বর্ণনকরেছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বললাম ইয়রাসূলূল্লাহআমি যদি লাইলাতুল কদর পেয়থাকি তাহলে সে রাতে কি দোয় করব? উত্তররাসূলুল্লাহ বললেন তুমি বলব

আল্লাহুম্মইন্নাকআফুউন তুহিব্বুল আফওয়া ফা ফু আন্নি। (হাদিস গ্রন্থ মিশকাত)

অর্থাৎ হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমকরপছন্দ করেনআপনি ক্ষমাশীল, আপনি ক্ষমকরপছন্দ করেন

সুতরাং আমাকক্ষমকরদিন

কদরের রাতের বর্ণনকরতগিয়রাসূল (সাঃ) বলেন, যে ব্যক্তি কদরের রাতঈমান সহকারসওয়ারের আশায় ইবাদত করতার আগের গুনাহ গুলমাফ করদেয়হয়। (সহীহ বুখারী)

কাজেই আসুন আমরপ্রত্যেকে এ মহামূল্যবান রাত ইবাদাতের মাধমঅতিবাহিত করি।

Source URL: https://priyoaustralia.com.au/articles/islam/2009/%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%a6%e0%a6%b0/