একটি ভিন্ন রকম প্রতিবাদের নাম “মেয়ে ও কান্না”

by Priyo Australia | September 12, 2013 5:11 am

দেশের যুব সমাজ যখন ধ্বংসের মুখে, পত্র পত্রিকা খুললেই যেখানে “ইভটিজিং” এবং “ধর্ষন” এর মতো বিষয় গুলো শিরোনাম ঠিক তখনই অষ্ট্রেলিয় বাংলাদেশি তরুন র্নিমাতা শামীম হোসেন রনির এক ঝাঁক তরুণ-তরুণীদের নিয়ে স্বল্প দৈর্ঘ্য চলচিত্র “মেয়ে ও কান্না” যেন এক ভিন্ন রকম প্রতিবাদ হয়ে ধরা দিল বর্তমান সময়ে। এই চলচিত্রটিতে আমাদের সমাজে নারীদের নিরাপত্তাহীনতা ও সাইবার ক্রাইমের মতো গুরুত্বপূর্ন দুটি বিষয় অত্যন্ত শৈল্পিক ভাবে পরিচালকের নিপুনতায় উঠে এসেছে।

তরুণ র্নিমাতা শামীম হোসেন রনি তার “মেয়ে ও কান্না” চলচিত্র সর্ম্পকে বলেছেন, “পত্র পত্রিকা খুললেই দেখি সাইবার ক্রাইম এবং রেপ এর মতো জঘন্য ঘটনা। যা একজন দায়িত্বশীল র্নিমাতা হিসেবে আমাকে সর্বদা তাড়িত করে। তাই প্রচন্ড প্রতিবাদের তাগিদ থেকেই খুব সমসাময়িক প্রেক্ষাপটের উপর একটি স্বল্প দৈর্ঘ্য চলচিত্র নির্মানের প্রতি আমি আগ্রহী হয়ে উঠি এবং চিত্রনাট্যের কাজে হাত দেই। আমি মনে করি “ধর্ষন” এবং “মোবাইল ক্রাইম” এর মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের সর্ব স্তরের জনগনের উচিত নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করা। যেহেতু আমি একজন র্নিমাতা, “মেয়ে ও কান্না” আমার প্রতিবাদের হাতিয়ার।”

এখানে উল্ল্যেখ্য যে, তরুণ র্নিমাতা শামীম হোসেন রনি ২০০৬ সাল থেকে অষ্ট্রেলিয়ার সিডনিতে বসবাসের পাশাপাশি সেখানকার সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে ওতো প্রতো ভাবে জড়িত এবং গোল্ডেন ফেইরী প্রোডাকশন্স নামে তার একটি প্রোডাকশন এবং ফিল্ম ডিষ্ট্রিবিউশন হাউস রয়েছে। বিট টেকনোলোজি এবং সিলভার স্ক্রিন এন্টারটেইনমেন্ট এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে স্বল্প দৈর্ঘ্য চলচিত্র “মেয়ে ও কান্না”।

আমাদের সকলের কামনা, “মেয়ে ও কান্না” হয়ে উঠুক এ সময়ের যুব সমাজের প্রতিবাদের হাতিয়ার। এ দেশের তরুণ সমাজ আবার জাগ্রত হোক, ফিরে পাক তাদের মনুষ্যত্ব। এবং তরুণীরা ফিরে পাক তাদের স্বাধীনতা ও নিরাপত্তা। নিচে “মেয়ে ও কান্না”র ইউটিউব লিংক দেয়া হলো – http://www.youtube.com/watch?v=-fJpPhhiwCs&feature=c4-overview&list=UU8d8nX3ZgfFeDf3Xkzma5Rw

Source URL: https://priyoaustralia.com.au/articles/film-book-art-others/2013/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/