by Alvin Pandey | June 28, 2019 12:11 pm
এখন আর আমরা ছোট নেই। বড় হওয়ার সাথে সাথে চিকিৎসাবিজ্ঞান উন্নতি করেছে, চিকিৎসা সেবায় পরিবর্তন এসেছে।
কিন্তু তারপরেও, সমগ্র চিকিৎসাবিজ্ঞানে, এইডসের পরেই – গলার কাঁটা হয়ে যদি একটা রোগ আটকে থাকে, তাহলে সেটা হচ্ছে ক্যান্সার।
যারা শুনছেন আজকের শো, আপনি অবশ্যই এমন কাউকে চেনেন যার ক্যান্সার হয়েছে। আপনি অবশ্যই এমন কাউকে চিনতেন যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ক্যান্সার পেশেন্টের চিকিৎসার জন্য অর্থসাহায্য চাওয়া আকুতি দেখেছেন। ইন শর্ট, আপনারা সবাই জানেন ক্যান্সার কী।
ক্ষতিগ্রস্ত মানুষেরা আমাদের পাশেই বসবাস করেন। ক্যান্সারের তীব্র অর্থনৈতিক ধাক্কায় কখনো ভেঙে যায় একটি পুরো পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড। ক্যান্সার আক্রান্ত রোগীকে চিনতে কষ্ট হয় অনেক সময়, তাদের শরীর ভেঙে পড়ে, কেমোথেরাপির ধাক্কায় চুল পড়ে কংকালসার হয়ে যান কেউ কেউ।
তাহলে কি ক্যান্সারের কাছে, কালেকটিভলি আমরা সবাই হেরে যাচ্ছি? কেন হেরে যাচ্ছি? এই রোগ থেকে সেরে উঠেছেন এমন ভাগ্যবানদেরও হয়তো আমরা দেখেছি, কিন্তু তাদের সংখ্যাটা কি দুর্ভাগ্যজনকভাবে কম নয়?
বটম লাইন হচ্ছে, ইন জেনারেল আমাদের ক্যান্সার সম্পর্কিত আইডিয়া আছে, সন্দেহ নেই তাতে, কিন্তু যদি একটু বিস্তারিত আলাপে যাওয়া যায়, তাহলে ইন ডেপথ আইডিয়া আমাদের সবার আছে – এই দাবিটা করা যায়না।
আমাদের আজকের অনুষ্ঠানে আমরা ক্যান্সারের আন্সার খোঁজার চেষ্টা করবো। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের অনুষ্ঠানে আমরা রিলেভেন্ট ফিল্ডের সবচেয়ে বড় এক্সপার্টদের ইনভাইট করবো। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আমাদের সাথে গেস্ট হিসাবে আজকে থাকবেন তিনজন ডাক্তার। প্রত্যেকে নিজের নিজের ফিল্ডে এক্সপার্ট, এবং সরাসরি ক্যান্সার চিকিৎসা এবং ক্যান্সার রিলেটেড একটিভিজমের সাথে তারা সবাই জড়িত।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2019/cancer-awareness/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.