by Alvin Pandey | July 19, 2019 9:42 pm
আমাদের প্রতিবেশি মাসুদ সাহেবের দুই ছেলে। তার মধ্যে সামাজিক অনুষ্ঠান, উৎসব, দাওয়াত ইত্যাদিতে তিনি একটি ছেলেকে নিয়ে যান। পরিচয় করিয়ে দেন, এটাই আমার একমাত্র সন্তান।
অথচ, ঘরের ভেতর বন্দী হয়ে থাকা তার আরও একটি সন্তান আছে। এই সন্তানটি বাকি বাচ্চাদের মতো নয়। সবাই বলে, “ও এবনরমাল, ও প্রতিবন্ধী”। কেউ কেউ বলে, ও পাগল।
পাগল, প্রতিবন্ধী, এবনরমাল – এইসব আজেবাজে নামে এইধরনের বাচ্চারা সমাজে পরিচিত। ওদের বাবা মায়েরা ওদের সবার সামনে বাইরে আনতে লজ্জা পান। কেন? কারণ, তার বাচ্চার আচরণ অন্য সব বাচ্চাদের মতো নয়। বুঝতেই পারছেন, যে বাচ্চাদের কথা আমরা বলছি, তারা “অটিজম স্পেকট্রাম ডিজ-অর্ডারে” আক্রান্ত। আমাদের পৃথিবীকে আমরা যেভাবে দেখি, তাদের ব্রেইন সেই একই পৃথিবীকে দেখে অন্যভাবে। স্বাভাবিকভাবেই, সেই বিচিত্র পৃথিবীর সাপেক্ষে তার আচরণটাও হয় বিচিত্র। এই বৈচিত্র্যকে আমাদের সমাজ সহজভাবে নিতে পারেনি কখনোই।
বাবা মায়েরা অনেকক্ষেত্রে এধরনের সন্তানকে বোঝা বলে মনে করেন। ধরে নেন, ওর জীবনে কিছু হবেনা, কারণ ও প্রতিবন্ধী। কিন্তু আসলেই কি তাই? মানসিক প্রতিবন্ধী নামে আমাদের সমাজে যারা পরিচিত, তাদের কি কোনো ভবিষ্যত নেই? কোনো আশার আলো কি আছে এই সমস্যার?
আমাদের আজকের পর্ব, গানবাক্স এলাইভের সিজন টু এপিসোড ফোরে আমরা জানবো সমাজের সেই লুকিয়ে রাখা বাচ্চাদের ইস্যুটির ব্যাপারে, যার নাম অটিজম।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2019/autism-adhd-bengali-community/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.