by Dilruba Shahana | November 14, 2018 7:12 pm
দিলরুবা শাহানা: বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের নাটকের(“দ্বিতীয় জন”) কাহিনী আত্মসাত করে কোলকাতার এক লেখক “হুইলচেয়ার’ নামে এক মঞ্চনাটক তৈরী করে সুনাম অর্জন করেছেন, বাহবা পাচ্ছেন। আমি এ বিষয়ে স্বনামধন্য ‘দেশ’ পত্রিকায় একটি চিঠি লিখি। তারা উদারতা প্রদর্শন করে চিঠিটি প্রকাশ করেছেন তবে সম্পাদনা করেছেন এবং একটি শিরোনামও দিয়েছেন যা অত্যন্ত বিভ্রান্তিকর ।
পাঠকের অবগতির জন্য আমার পাঠানো মূল চিঠি ও ‘দেশ’ কর্তৃক প্রকাশিত চিঠিটি সংশ্লিষ্ট করছি।
[1]
প্রসঙ্গ নাটক ‘হুইলচেয়ার’
গত ২সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা দেশএ সুবোধ ঘোষ আলোচিত নির্বাক অভিনয় একাডেমির ‘হুইলচেয়ার’(রচনা ও পরিচালনা সুরঞ্জনা দাসগুপ্ত) নাটকটির কাহিনী বিষয়ে এই পত্রের অবতারনা ।
বাংলাদেশের জনপ্রিয় লেখক প্রয়াত হূমায়ুন আহমেদের নাটক ‘দ্বিতীয় জন’ ঢাকা টিভিতে প্রচারিত হয় বেশ আগে । মাত্র ৪২:৩০সেকেন্ডের নাটক ।এ নাটকে অভিনয় করেছিলেন শক্তিশালী অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরিদী ও আজও জনপ্রিয় অভিনেত্রী সুবর্না মোস্তফা । চারটি মাত্র চরিত্র নিয়ে নাটক । পরিচালনায় স্বয়ং হূমায়ুন আহমেদ । বিস্মিত হই জেনে যে দুই নাটকের কাহিনী এক । একটি বাংলাদেশের টিভি নাটক অন্যটি কোলকাতার সাম্প্রতিক মঞ্চ নাটক ।
‘দ্বিতীয় জন’ নাটকের নায়িকা কর্মজীবী মেয়ে জরী দশ বছর ধরে হুইলচেয়ার বাউন্ড স্বামীকে নিয়ে যাপিত জীবনে শেষে একসময়ে মানসিক অসুস্থতায় নিপতিত হয়। সে কিছুদিনের জন্য মায়ের কাছে যাওয়ার উদ্যোগ নেয়। স্বামী বিষয়টি জেনে যায় । তখন জরী স্বামীকে তার নিজস্ব হ্যালুসিনেশনের বিষয়টি খুলে বলে । স্বামী সব শুনে জরীকে বলে সেই জরীকে এই রোগ থেকে বাঁচাতে পারে । জরীর স্বামী নিজেই তারপরে পৄথিবী ছেড়ে চলে ষায় স্বেচ্ছায় । অপূর্ব এই নাটক যা দেশ-কাল বা সময়-স্থানকে অবলিলায় অতিক্রম করার ক্ষমতা রাখে ।
দু’টো নাটকের কাহিনী এক, ঢাকার জরী কোলকাতার নাটকে জয়িতা!
দিলরুবা শাহানা
মেলবোর্ন
(১২ মার্ফি স্ট্রীট
ক্লারিন্ডা
ভিক্টোরিয়া ৩১৬৯
অষ্ট্রেলিয়া)
Source URL: https://priyoaustralia.com.au/articles/2018/%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%82%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.