by Shahnaz Perveen | June 1, 2018 10:16 am
যদি আমি স্বপ্ন হতাম
বাস হতো আমার স্বপ্নপুরীতে
মাঝে মাঝে দেখা দিতাম
তোমাদের এই ধরণীতে!
মেঘের ডানায় ভেসে এসে
কারো চোখে বসে জিরোতাম
শিখতো স্বপ্ন দেখতে যে সে
রঙিন হতো তার সে ভুবন!
দিন রাত্রির বাস্তবতায়
ভুলে যাই শুধু আমরা সবাই
সবার মাঝেই ছোট্ট শিশু মন
বিরাজিত, বেরোনোর অপেক্ষায়!
খুঁজে পেলে অন্তর সেই চক্ষু
ভিন্নরূপে দেখব মানব ও প্রকৃতি
ঘুচবে অনেক জরা ও জীর্ণ
হবে পবিত্র আর ধন্য ধরিত্রী![1]
Source URL: https://priyoaustralia.com.au/articles/2018/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.