সাবধানে সমাধানেরা থাকে

by Sharifa TulTuly | May 22, 2018 2:31 pm

ঘটনা সত্যি
২০০৭ এর দিকে একবার ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, তো ওই সময় মহাসড়কের সংস্কার কাজ চলছিলো, হুট করে রাস্তার মাঝখানে হলুদ বোর্ডের মাঝে লাল রং দিয়ে লেখা “সমাধান” ভাবলাম, কিরে! রাস্তার মাঝখানে সমাধান লেখা ক্যান!! , খুব দ্রুত আবার ভালো করে দেখলাম, আসলে ওখানে লেখা ছিল “সাবধান” ।

২০০৯ এর দিকে, কাজীপাড়ার সামনে দিয়ে যাচ্ছি ।তো অবাক হয়ে মেয়ের বাবাকে জিজ্ঞেস করলাম, “আচ্ছা ওই দোকানের সামনে লেখা “কাইবারক্যাফে” এর মানে কী ?” উনি হেসে বললেন, আরে ওটা ” সাইবার ক্যাফে “। আমি একরাশ বিস্ময় নিয়ে বললাম সাইবার হলে প্রথম অক্ষর তো “S” থাকার কথা “C” ক্যান! (উল্লেখ তখন আমি সদ্য এম এ পাশ করে বের হয়েছি)

২০১৩ ঈদে মিরপুর আড়ং এ গেছি । তো, ছাঈরংয়ের জামার উপর কয়েকটা চেকের কাপড় বসানো, দাম ১৮০০ টাকা (থ্রি পিছ ). মেয়ের বাবাকে বললাম জামাটা সুন্দর, এটা নিয়ে নেই ।উনি ও একমত হয়ে বললেন হুম সুন্দর, নিয়ে নাও ।কীন্তু হাতে নিয়ে বললেন, “জামাটা তুমি নিবা সত্যি ?” মেজাজ সামান্য খারাপ হল একটা রীজেনেবল প্রাইজের আড়ংয়ের জামা, নিবো না ক্যান ! অবশ্য ই নিবো ! ! মাত্র ১৮০০ টাকা ।মেয়ের বাবা বললেন,”প্রাইজ ট্যাগটা আবার দেখো ।”.ততক্ষণে আমি ক্যাশ কাউনটারের সামনে । হায় !!হায় !! এতো ১৮০০ না ১৮০০০ (আঠারো হাজার )! ! মাথাটা মুহূর্তে ঘুরানটি খাওয়ার অবস্থা । সেদিন মিনা কাটুনের একটা ডায়লগ মনে পড়ছিল , “বাবা খাড়াও, সে আটশ লেখে নাই, সে আঠারোশ লেখছে ।”

আজো আমি বিস্মিত সেই অতিসাধারণ তাঁত কাপড়ের আঠারো হাজার টাকার জামার কথা ভেবে ।রেখে আসার আগে বারবার ধরে দেখছিলাম জামাটার কোথাও সোনা লাগানো ছিল কিনা। না, জামাটাতে সোনা ছিল না ।,তারপরেও জামাটা হয়তো আরেকজন আঠারো হাজার টাকা দিয়েই কিনবে ।হয়তো তাড়াহুড়ায় রিক্সায় উঠতে গিয়ে একদিন ক্যারাত করে জামাটা ছিড়ে যেতে পারে আবার হয়তো খুব কড়া রোদে শুকাতে দেওয়ায় ঝলসেও যেতে পারে ।তখন মুহূর্তে আঠারো হাজার টাকা ভ্যানীস হবে, আর এইটাকা দিয়ে কোন পরিবার তার সারা মাসের খরচ বহন করে। একটা জামা বা শাড়ীর দাম আঠারো হাজার টাকা হওয়াটা অন্যায়, খুব অন্যায় । ব্রান্ডের নামগুলোর মূল্য বেশী, কাপড়ের নয়, গুনের নয়, মানের নয় ।..ঝাপসা চোখ, আনমনা মন বা অজ্ঞতা নিয়ে আমরা সাবধানকে সমাধান দেখতে পারি, সাইবার ক্যাফেকে কাইবার ক্যাফে বলতে পারি, ক্ষতি নাই। তবে সাধারণ তিন টুকরো তালি বসানো ব্রান্ডের জামাকে আঠারো হাজারে বিক্রি করতে বা কিনতে পারি না। এই পারাটা উচিত নয়, মোটেও নয় ।। জীবনে “তকমা “ই সব নয় । মানবতা বলতে জীবনের মাঝে খুব সুন্দর একটা শব্দ আছে।

চর্চা হোক মানবতার, ভালো থাকুক এই সুন্দর শব্দটি।

Source URL: https://priyoaustralia.com.au/articles/2018/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/