ভালবাসা কেন জরুরি?

by পূরবী পারমিতা বোস | June 25, 2018 10:20 pm

গত কয়েকদিন ধরেই মন খারাপ।ক্যানবেরার অভিজিৎ দা কে ৫দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। গত শনিবার রাতে আমাদের পাশের ফেয়ারমাউন্ট স্ট্রীটের বাংলাদেশী ভাই জিশান রাস্তায় ছিনতাইকারীদের আঘাতে কোমায় চলে গেছেন। কত অনিশ্চিত আমাদের জীবন। কেউ জানি না কালকে কি অপেক্ষা করে আছে।

তারপরও চারিদিকে এত বিদ্বেষ, এত মন কষাকষি, এত সমালোচনা, এত ভুল বোঝাবুঝি। সবাই যেন সবার উপর ক্ষেপে আছে।পান থেকে চুন খসলেই কথার বাক্যবান আর এর তার কাছে মন্দ কথা বলাবলি হচ্ছে। একটা ছোট কটু কথা যে আরেকজনের উপর কতটা প্রভাব ফেলতে পারে,তার কতটা মানসিক ক্ষতি হতে পারে তা কেউ ই খেয়াল করে না।

কেন আমরা এত বেখেয়ালি হয়ে যাচ্ছি? কেন আমার কাছের মানুষটা হঠাৎ করেই চুপ হয়ে যাচ্ছে তার খবর রাখতে পারছি না।কেন সুযোগ থাকার পরও তার দিকে সহযোগিতার হাত বাড়াই না! আমি -আমি ,আমার-আমার করতেই যত ব্যস্ততা আমাদের।

কাউকে নিয়ে যখন কোনো কথা কেউ বলে আমার কস্ট হয়। বুঝে বা না বুঝে আমি কারো কথা কাউকে বলি না। কারো সাথে কারো ঝগড়া লাগানো চেষ্টা করি না ।কারো প্রতি আমার কোনো রাগ, দু:খ, অনুযোগ, অভিযোগ, ক্ষোভ কিচ্ছু নেই। কেউ আমাকে ভাল না বাসলে পছন্দ না করলে কি বা আমার করার আছে। আমি আমার মতই।আমি এমনি থাকতে চাই। যারা আমায় ভালবাসে,আমিও তাদের ভালবাসি। যারা আমায় ভালবাসে না আমি তাদের কেও ভালবাসি।

তাই মন খারাপ হলেই আমি প্রোফাইলের ছবি বদলাই, একটা কবিতা, গান বা কিছু লিখে আমার ছবি বা আমার তোলা ছবি পোস্ট করি। যারা আমায় ভালবাসে, পছন্দ করে তারা হয়তো সুন্দর একটা কমেন্ট করে ,লাইক দেয়, রিয়েকশনস দেয়। ভালোবাসার মন নিয়েই দেয়, ভালোবাসে বলেই দেয়। সেই সব দেখে ধীরে ধীরে দু:খ হালকা হতে হতে আমার মন ভালো হয়ে যায়, আমি আবার আনন্দিত হই।

ভালবাসার চেয়ে দামী আর কিছুএই পৃথিবীতে নেই। এই দামী বস্তুটির পাওয়া ও দেয়ার আনন্দে আমি আনন্দিত হতে চাই।

[1]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2018/06/tumblr_mhu9icIVw51s114h4o1_1280.jpg

Source URL: https://priyoaustralia.com.au/articles/2018/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/