খোদাসৃষ্ট এক প্রাণীজ সহোদর কি বলছে?

by Nazre Sobhan Kamran | March 17, 2018 8:59 am

আমি এখন তোমার দিকে তাকিয়ে কি ভাবছি জানো?

পৃথিবী জুড়ে তোমাদের হানাহানি, ধংসাত্বক কর্মকান্ড, লোভ, লালসা, প্রতিহিংসা, কপটতা, শঠতা ইত্যাকার দ্বিপদী বৈশিষ্ট আমাকে লজ্জিত ও ব্যাথিত করছে।

ক্ষমা করো এই ধৃষ্টতা। আমি জানি তোমরা সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত।

একটা সাদৃশ্য অবশ্য আছে – অনেক মানবপুরুষের সাথে। টাক পড়েছে কারণ তোমার মতোই জিন সূত্রে আমি এটা পেয়েছি।

আমার দিকে একটু তাকাও।

আমার চোখে দীঘল কালো সরোবরের প্রতিচ্ছবি। তোমার মতো চিন্তাশীল না হলেও আমার কৃষ্ণ কালো চোখের উজ্জ্বল গভীরতা আর কৌতুহলী চরিত্র তোমার ভালো লাগবে।

কাছে এসে বসো, আমার দ্বিপদী বন্ধু।

Source URL: https://priyoaustralia.com.au/articles/2018/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%b9%e0%a7%8b/