by Priyo Australia | March 26, 2018 10:49 pm
বাংলাদেশ বেতারের এনলিস্টেড সিনিয়ার গীতিকার কল্পনা সরকারের কথায়, সিনিয়ার শিল্পী ফওজিয়া ইয়াসমীনের পূত্র তানিম হায়াত খান রাজিত এর সুরে, মিউজিক কলেজের গ্র্যাজুয়েট এজাজ ফারাহর মিউজিক ডিরেকশন। মিউজিক ডিরেক্টর-গায়ক শান, এজাজ ফারাহ, দেশের গান খ্যাত শ্রদ্ধেয় নঈম গহরের কন্যা তাজরীন গহর, তানিম হায়াত খান রাজিত, রবীন্দ্র ভারতীর পল্লবী রায় আর গীটারিস্ট ও তরুন শিল্পী ফাহাদ ফাহিম – এদের সবার কন্ঠে ‘মা আমার মা’, গানের ভিডিও টি স্বাধীনতা দিবসে, ২৬ মার্চ, ২০১৮ মুক্তি পেয়েছে! মিক্সীং: রেজওয়ান সাজ্জাদ।
[1]
Source URL: https://priyoaustralia.com.au/articles/2018/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.