ওম

by Najmin Mortuza | September 6, 2018 12:58 pm

ত্রিবেণী সিন্ধুর জলে
উড়ে যায়
উত্তরীয় তোমার—

চিৎকারের শব্দে ওড়ে বাদুর;
আকুল সুখে
বাঁচাও… বাঁচাও…

(বাতাসে ওড়ে কর্পূর!

কিন্নরী তৈরি করে নুন!

কোমরের খাঁজে শিমুল তুলোর লোভ!)

খুব কামাতুর তুলাচাষী জানে ভাল :
কত হাল্কা, কত নমনীয়,
কত ক্ষার, কত বীজ
এক ফলে।

কতটা ওম পায় দেহ
শীত শীত রাতে…

[1]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2018/09/40828134_10217419623787684_6848003170795257856_n.jpg

Source URL: https://priyoaustralia.com.au/articles/2018/%e0%a6%93%e0%a6%ae/