by Dr Naila Aziz Meeta | August 29, 2017 1:07 am
আমাদের ছোট্ট এ জীবনে বিভিন্ন রকম ব্যস্ততায় ভরা সময় গুলির মাঝে সুখ আনন্দ উপভোগের সুযোগ কতটা তা আর বলার অপেখ্খা রাখেনা অথচ এর প্রয়োজনই মনে হয় সবচাইতে বেশী!! আমি বরাবরই ভীষন রকম সাংস্কৃতিক মনা, পছন্দ করি গান-বাজনা, নাটক, সাংস্কৃতিক উতসব। কিন্তু গত কয়েকমাসে বিভিন্ন রকম ব্যস্ততার কারনে এইসব বিনোদন মূলক কর্ম কান্ড থেকে নিজেকে অনেকটা ইচ্ছা করেই দূরে সরিয়ে রাখছিলাম! আমার এই অনিচ্ছাকৃত নির্বাসন এ বারবার বাধ বসাতে আসে একজন, যে আমার ছোটবেলার খেলার সাথি থেকে আজ অবধি আমার পাশে পাশে… লাবনি ওমর ! ওর জন্যই চরম ব্যস্ততার এ প্রবাস জীবনে শত কাজের ভেতরও সময় বের করলাম BAAWA এর আয়োজিত কিছু অনু্ষ্ঠান দেখবার। কিছুদিন আগে দেখলাম BAAWA কতৃক আয়োজিত বাপী মাজহার এর পরিচালনায় অসাধারন সুন্দর নাটক শেষ অংক আর তারপর অনুষ্ঠিত হোল বাতসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দধারা! এর মাঝে আবার BAAWA কতৃক দারুন জাকজমক ভাবে বর্ষ বরন অনুষ্ঠান “বাংলার মেলা”ও অনুষ্ঠিত হোল! BAAWA এর এমন চমতকার অনুষ্ঠানগুলি যেসব এর পরিচালন, উপস্থাপন এবং আয়োজন এমন আকর্ষনীয় যে সে কথা বলে শেষ করা যাবেনা। সর্বোপরী প্রতিটি অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক ভাবে পরিবেশন এর জন্য এদের অক্লান্ত পরিশ্রম, নিজেদের পেশাগত কাজের পাশাপাশী অনুষ্ঠানের জন্য সময় বের করা এসবকিছুই সত্যি অবাক করবার মত ! সবচাইতে উল্লেখযোগ্য দিক হোল BAAWA’র অসাধারন সময়ানুবর্তিতা…. যে কোন অনুষ্ঠান সময় মত শুরু-শেষ করা এবং সাথে দর্শক মন্ডলিকে চমতকার ভাবে কন্ট্রোল করা! একটা অনুষ্ঠানের সার্থকতা নির্ভর করে অনুষ্ঠানের প্রযোজক, নির্দেশক, উপস্থাপক ও অংশগ্রহনকারীদের ব্যবস্থাপনার ওপর, যেসবের জন্য আমাদের দেখতে হয় – সময়, লাইটিং, সাউন্ড সিস্টেম, ব্যাক গ্রাউন্ড সিনারী, কস্টিওম, স্টেজ, ভলেন্টিয়ার, টিকেট কালেকশান ইত্যাদি….আর এসব কিছুই বহুদিন পর এসে দেখতে পেলাম আমি BAAWA এর অনুষ্ঠানে! এরা এ সব ব্যাপারেই অত্যন্তরকম ভাবে সমৃদ্ধশালী!
[1]
আসলেও অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা সময়টাই যেন আনন্দের ধারা বয়ে যাচ্ছিল চারিপার্শ্বে! অনুষ্ঠানে অংশগ্রহনকারী প্রতিটি চরিত্রের বিভিন্ন উপস্থাপন এতটাই হৃদয় ছোয়া যে আমার ভাল লাগার অনুভূতি গুলি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবনা। বিদেশের কর্মবহুল ব্যস্ত এ জীবনে শতরকম ব্যস্ততার মাঝে এরকম অনুষ্ঠান এর আয়োজন করা সত্যিকার অর্থে সংস্কৃতমনা, সংগীত ও বিনোদন প্রেমীদের দ্বারাই সম্ভব! ধন্যবাদ BAAWA’ আপনাদের সবাইকে এমন বৈচিত্রপূর্ণ চমতকার সন্ধ্যা উপহার দেবার জন্য! ধন্যবাদ President নাউইদ ওমর, Vice President মাহবুব তালুকদার মান্নু ভাই, Cultural Secretary বাপী মাজহার, General সেক্রেটারী ওয়াহীদ খান এবং বাকী সবাইকে!!
[2]
কালচারাল সেক্রেটারী বাপ্পী মাজহার এর মনোমুগ্ধকর পরিচালনা, নির্দেশনায় – সাওলী সাহীদ এর কনসেপ্ট-স্ক্রিপ্ট এবং মনকাড়া মিষ্টি কন্ঠের উপস্থাপনা, সংগিত পরিবেশন অনুষ্ঠানের এক প্রধান আকর্ষন! এ ছাড়াও নৃত্য শিল্পীদের অসাধারন পরিবেশন যে কোন প্রফেশনালকে হার মানাবার মত!! প্রাজনা ও মিতালীর নির্দেশনায় নাচগুলি আমাদেরকে এতই মোহিত করে রাখছিল যে সেটা আর বলার অপেক্খা রাখেনা! ২ টি পর্বে বিভক্ত এ অনুষ্ঠান দেখতে দেখতে মাঝে মাঝেই হারিয়ে যাচ্ছিলাম বাংলাদেশে! অনুষ্ঠান শুরু হোল শিশুদের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত দিয়ে তারপর ডা: রাজীব ও সর্মীর অনুষ্ঠানের ঘোষনা এবং ভরাট গলায় প্রেসিডেন্ট নাউইদ ওমর এর স্বাগত ভাষন!! এরপর নৃত্যের তালে তালে শিশুরা এল ” আনন্দধারা বহিছে ভূবনে… ” নিয়ে. Performer দের পুরাটা পরিবেশনই চুম্বকের মত আমাদেরকে অনুষ্ঠানের দিকে শুধু আকর্ষিত করছিল…শৈশবে মায়ের কাছে গল্প শোনা সেই শিশু কি করে ধাপে ধাপে কিশোরী এবং যৌবনে পরিবর্তিত হোল…এই সব কিছুই গীতি -নৃত্য নাট্যের মধ্য দিয়ে অসাধারন নৈপুনার সাথে তুলে ধরেছে এরা! আর প্রতিটি scene এর সাথে ব্যাকগ্রাউন্ড সিনারী পরিবর্তন, it’s really amazing! নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন যে একটা অনুষ্ঠান কতটা সুন্দর আর সার্থক ভাবে পরিবেশন করা যায়! মাঝে মাঝে মনে হচ্ছিল সিনেমা হলে বসে সিনেমা দেখছি!
[3]
প্রেসিডেন্ট Naweed Omar, শত ব্যস্ততার মাঝে নিজের প্রফেসান এর পাশাপাশি সাংস্কৃতিক জগতটাকে যে এভাবে নানান রং এর তুলি দিয়ে একে তাকে আবার সবার মাঝে বিকশিত করে যাচ্ছেন, এটা সত্যিই চরম ভাবে প্রশংসনীয়! আর বাপী মাজহার এবং সাওলি আপনাদের অসাধারন প্রতিভা ছড়িয়ে পড়ুক আরও বিশাল গতিতে এবং এর গভীরতা ছুয়ে যাক সমগ্র অস্ট্রেলিয়াতে বনাম গোটা বিশ্বে ! BAAWA এর এমন আয়োজন, এই প্রবাস জীবনের বিদেশী আবহাওয়ার মাঝেও আমাদের নিজেদের দেশের সাংস্কৃতির পরিমন্ডলকে তুলে ধরে বারবার!
BAWAA ACP 2017
You proved that Bangladesh is rich in cultural & modern in heritage by your stunning, mind blowing & unparalleled event!
সার্থক হোক আপনাদের সব কষ্ট। আমাদের অভিনন্দন আর শুভেচ্ছা সবসময়ের জন্য!!
[4]
[5]
[6]
[7]
[8]
[9]
[10]
[11]
Photo credit Mustafiz Rahman
Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/baawa-acp-2017-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.