by Fazlul Bari | January 13, 2017 12:32 am
ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
রোদেলা ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে দিনটা নিজের মতো করে শুরু করলো নিউজিল্যান্ড দল। দিনের তৃতীয় ওভারে টিম সাউদির বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলেন টেস্টের প্রথম দিনের টাইগার্স তারকা মমিনুল হক। বৃহস্পতিবারের ব্যাটিং দৃঢ়তায় মমিনুল কিউইদের সামনে হয়ে দাঁড়িয়েছিলেন মিঃ ওয়াল। প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের ব্যক্তিগত অপছন্দের কারনে অনেক দিন হয় ওয়ানডে, টি-টোয়েন্টি দলে মমিনুলের জায়গা নেই। সে কারনে শুধু টেস্ট দিয়ে নিজেকে ধরে রেখেছেন বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে। সাদা পোশাকে ছোটখাটো গড়নের তরুনটি আবার দেশের হয়ে আলো ছড়াচ্ছিলেন ওয়েলিংটনে। অনেক কিছু তার কাছ থেকে আশা করা হচ্ছিল। কিন্তু সমর্থন মিললোনা ভাগ্য দেবীর। দ্বিতীয় দিনের প্রথম সেশনের কিউইদের প্রথম সাফল্যের বলি হয়ে সাজঘরে ফেরার সময় তার ব্যক্তিগত রান ছিল ৬৪। এরজন্যে ১১০ টি বল মোকাবেলা করেছেন মমিনুল। চার-ছক্কা মেরেছেন যথাক্রমে ১০ এবং ১ টি। মমিনুলের পর বাংলাদেশের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান এবং ক্যাপ্টেন মুশফিকুর রহিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ২৬৯/৪।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.