by Maksud Alam | October 1, 2017 4:04 am
আজই প্রথম সুযোগ হলো আশুরা উপলক্ষে ক্যানবেরার এক ঘরোয়া আলোচনায় যোগ দেয়ার । এই শহরের গত ১৫/১৬ বছরের জীবনে এই প্রথম । শ্রদ্ধা ভাজন রেজাউল হক ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এই আয়োজনের জন্য । বিশেষ করে রেজা ভাইয়ের প্রানবন্ত আলোচনা আবারও সুযোগ করেদিলো ১০ই মহরমের ঐতিহাসিক গুরুত্বকে স্বরন করার । ইসলাম ধর্মের অনুসারি হিসারে ১০ই মহরম বিশেষ গুরুত্ব বহন করে আমাদের কাছে কিন্তু কেনো জানি আজকাল এই দিনটাকে এরিয়ে যাবার একটা লক্ষন দেখা যায়। প্রানবন্ত আলোচনা হলো, ১০ইমহরমের আরও অনেক বিশেষ তাৎপর্য নিয়ে নোমান ভাই জ্ঞান গর্ভ আলোচনা করলেন। আমাদেরও সুযোগ হলো বিষয় গুলো আবারও শুনার । কারবালার করুন কাহিনীও উঠে এলো।সবশেষে ছিলো মিলাদ মাহফিল। এই শহর থেকে আজকাল এই বিষয় গুলোকে সরিয়ে দেয়া হচ্ছে। সোবহান ভাই , নোমান ভাই , রেজা ভাই এদের মাধ্যমেই নিভু নিভু করেও ধারাটা টিকে আছে এই শহরে।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.