ইসলাম কি সন্ত্রাসবাদ সমর্থন করে?

by Guest Writer | June 4, 2017 11:19 pm

এবারের পর্বটা লেখার কথা ছিল Spiritual Islam ও সুফিবাদ নিয়ে। বস্তুত সম্প্রতি আমাকে সংশয়বাদী থেকে ধর্মের দিকে ফেরানোর প্রধান ভূমিকা এই অংশ দুটি নিয়ে পড়াশুনা। কিন্তু একাডেমিক বিশ্লেষনের চাইতে বর্তমানে দুটি বার্ণিং ইস্যু নিয়ে লিখছি “ ইসলাম কি সন্ত্রাসবাদ সমর্থন করে?” এককথায় না। শুধু ইসলাম না যে কোন ধর্মেই সন্ত্রাসবাদের কোন স্থান নেই।“তাহলে কেন আমাদের সন্তানেরা জংগীবাদের দিকে ঝুকছে?” কারন আমরা বিভ্রান্ত হই ধর্মের ইতিহাসের উপাদানে আর কোরান হাদিসের কিছু ভিন্ন প্রেক্ষাপটের ব্যাখা বর্তমান প্রেক্ষাপটে মিলিয়ে। আমি দ্বীতিয়টি দিয়ে প্রথম শুরু করতে চাই কারন বন্ধু’র একটি সংশয়বাদী উক্তি “তার মানেঅন্ধের মত বিশ্বাস। আমি জানি এটা আমগাছ। আমার ধরম বলছে এটা তাল গাছ। কাজেই তাল গাছই সত্য। সবচেয়ে ভাল চোখ কান বুজে থাকা, কোন কিছু না পড়া। সবার জন্য আমার সাজেশন হচ্ছে বাচ্চাদের হাতে কোরান এর বাংলা বা ইংলিশ অনুবাদ না দেওয়া। জংগী অথবা নাস্তিক হবার চান্স ফিফটি ফিফটি”।

প্রতিটা ধর্মই তার ইতিহাসের একটা পর্যায়ে রক্তক্ষয়ী সন্ত্রাসের ভেতর দিয়ে গিয়েছে তাদের স্রস্টার জন্য লড়াইয়ে (Karen Amstrong এর একটা বই আছে Fighting for God যদি পার পড়ে দেখতে পার)। এবং এই লড়াই এর আর্থসামাজিক প্রেক্ষাপট ছিল কৃষিভিত্তিক সমাজে প্রতিষ্ঠার লড়াই, ইউরোপে যা চলেছিল ১৪ শতক পর্যন্ত শতবর্ষীয় যুদ্ধ, ৩০ বর্ষীয় যুদ্ধ ইত্যাদি বিভিন্ন নামে। শিল্পবিপ্লবের পরে ধর্মটাকে তারা রাষ্ট্রিয় পর্যায় থেকে ব্যাক্তিগত চর্চায় নিয়ে যায় এবং ধর্মের আধ্যাত্তিক দর্শনে মনোযোগী হয়, তাদের সম্রাজ্যবাদী নীতিতে অন্য রাষ্ট্রে ধর্মটাকে ব্যবহার অক্ষুন্ন রাখে। পক্ষান্তরে তখন মুসলিম সমাজে চলছিল অটোমান খেলাফত যারা ইসলামী শরিয়তের নতুন ব্যাখা আইন করে বন্ধ করে দেয়, এবং এটাই আমাদের ধর্মীয় আইন কানুন ব্যাখাগুলোকে নতুন শিল্পভিত্তিক সমাজের সাথে তাল মিলিয়ে চলার পথ বন্ধ করে দিল। এর পর ফতোয়া হয়েছে বিচ্ছিন্নভাবে কখনও আল-আজহার কখনো সৌদি গ্রান্ড মুফতি বা শিয়া ইমাম বা দেওবন্দ মাদ্রাসার নামে। সম্প্রতি বাং ফতোয়া দিয়েছেন তা যথাস্থানে আলোচনা হবে।বর্তমানের সমস্যা গুলোর জন্য বহুলাংশে আমরা নিজেরা, আমাদের রাষ্ট্রব্যবস্থা, রাজনৈতিক ও সামজিক দর্শনের পরিবর্তন, সাংস্কৃতিক আগ্রাসন দায়ী এর সাথে নয়া আর্থনৈতিক সাম্রাজ্যবাদ আমেরিকা ইসরাইল জোট (আমি একে মোটেই খৃষ্টান ইহুদি জোট বলতে রাজি নই, কারন আগেই বলেছি ধর্মটাকে তারা বহু আগেই ব্যাক্তিগত পর্যায়ে নিয়ে গেছে, শুধুমাত্র মধ্যপ্রাচ্যে আর্থনৈতিক ও রাজনৈতিক ব্যাবস্থা কায়েম রাখতে আমাদের ধর্মিয় দূর্বলতাকে ব্যাবহার করছে)। মুখবন্ধটি বড় হয়ে গেল, আসল প্রসংগটা কয়েকটি ভাগ করবো

কেন আমাদের সন্তানেরা জংগীবাদের দিকে ঝুকছে?
১) জংগীবাদের আক্রন্ত গ্রুপ কারা এবং কেন
২) তাদের দলে ভেড়ানোর টার্গেট গ্রুপ কারা
৩) কেন তারা সহজ টার্গেট
৪) টার্গেট গ্রুপের মনস্তাত্তিক সামাজিক ও পারিবারিক বিশ্লেষন
৫) কিভাবে দলে ভেড়ানো হয়
৬) আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতির ভুমিকা
৭) সবচাইতে বড় প্রশ্ন আমরা ব্যাক্তিগত, সামাজিক ও রাষ্ট্রয়ভাবে একে কিভাবে প্রতিরোধ করতে পারি।

যেহেতু এ প্রশ্নগুলোর একাডেমিক গবেষনার সাম্প্রতিক বিষয়বস্তু হিসাবে দেখা হচ্ছে এবং সম্পুর্ণ মতৈক্যে কেউ পৌছুতে পারে নাই তাই আমার লেখায় একামেডিসিয়ানদের কমন মতামত ও আমার নিজস্ব রাজনৈতিক, সামাজিক ও ধর্মিয় মতামতের প্রভাব পড়বে।

ইসলাম কি সন্ত্রাসবাদ সমর্থন করে?
১) রসুল(সাঃ) নবুয়ত পুর্ববর্তি এবং নবুয়তের মক্কা ও মদীনার জীবনের পর্যালোচনা- সেখানে আদৌ সন্ত্রাসের কোন ইতিহাস আছে কি না।
২) মদিনা সনদের বিশ্লেষন, বিদায় হজ্জ্বের ভাষন বিশ্লেষন
৩) কোরানের সন্ত্রাস বিরোধী এবং মানবতার পক্ষের আয়াতগুলো বিশ্লেষন
৪) হাদিস এবং সীরাত গ্রন্থগুলি কি বলে সন্ত্রাসের বিরুদ্ধে।

“নাম প্রকাশে অনিচ্ছুক অতিথি লেখক”

Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0/