অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার

by Fazlul Bari | July 26, 2017 2:24 am

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার সম্পর্কে যত ভালো কথা লেখা সম্ভব এর খানিকটা আজ লিখে ফেলেছেন প্রিয় Abdun Noor Tushar[1] (click here[2]). আমি একটু পচা কথা লিখি 🙂 কী যে দুর্ভাগ্য আমার তাঁর সংগে স্বপ্নের সাক্ষাতটা আমার দুর্ভাগ্যজনকই হয়েছে 🙁

মূলত কৈশোর থেকে টেলিভিশনে তাকে দেখে দেখে তাঁর প্রতি আমার মধ্যে বিশেষ একটি দূর্বলতা, শ্রদ্ধাবোধ তৈরি হয়। কত রাত জেগে জেগে স্বপ্ন দেখেছি কোন দিন ঢাকা গেলে তার সংগে দেখা করতে যাবো। সামনাসামনি বসে শুনবো তার ভরাট কন্ঠস্বর। কিন্তু সবার ভাগ্যেতো সবকিছু জোটেনা।

পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমনের সময় যখন ঢাকা আসি তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেলাম স্যারের সংগে দেখা করতে। চত্বরটায় ঢুকতেই দেখি স্যার একজনের সংগে দাঁড়িয়ে কথা বলছেন। আমার পায়ে হেঁটে চলার ক্লান্ত বিধ্বস্ত চেহারা। পিঠে বাংলাদেশ ভ্রমনের যাবতীয় সম্পত্তি ভর্তি ব্যাগ। এক পর্যায়ে একটু সাহস করে তাঁর সামনে গিয়ে দাঁড়াই। তাকে নিজের পরিচয় দিয়ে বলি, স্যার আমি আপনার একজন ভক্ত। আপনার সংগে দেখা করতে কথা বলতে এসেছি।

স্যার একজনকে ডাকলেন। সে লোকটি এসে বললো আমার সংগে আসুন। আমি তার পিছু পিছু হেঁটে একটা অফিসে গিয়ে ঢুকলাম। তিনি একটা রসিদে আমার নাম লিখে স্বাক্ষর দিতে বললেন! স্বাক্ষর দিতেই ৫০ টাকার একটা নোট হাতে দিয়ে বললেন আপনি এখন যান! আমি ভ্যাবাচ্যাকা খেয়ে আমতা আমতা করে বললাম আমিতো এখানে টাকার জন্যে আসিনি। লোকটা একটু বিরক্তির স্বরে আপনি এখন যানতো বলে চেঁচিয়ে ওঠেন। আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসি। আমার দুই চোখ ভর্তি অনেক পানি তখন। চোখের পানির ধারা থামছিলোনা। মনকে এই বলে শান্তনা দেই এখানে হয়তো আমার মতো এমন অনেকে টাকার জন্যে আসে। স্যার মনে হয় তেমন আরেকজন মনে করে ভুল করেছেন।

এরপর অবশ্য আর বহুবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেছি। স্যারের অনেক বক্তৃতার এসাইনমেন্ট করেছি। টেলিফোনে বহুবার কথা বলে তা অনেক রিপোর্টেও কাজে লাগিয়েছি। কিন্তু এ কথাগুলো কোন দিন তাকে বলা হয়নি। এমন সব কথা কী তাকে বলা যায়?

মাঝে আওয়ামী লীগ সরকারের সংগে যখন তার সম্পর্ক খারাপ হলো, আওয়ামী লীগের অন্যতম দুর্নীতিবাজ নেতা শেখ সেলিম যখন সংসদে তাঁর বিরুদ্ধে বললেন, এর প্রতিবাদ করে লিখেছি। শেখ সেলিমের বক্তব্যের জবাবে স্যার যখন বলেন, ম্যাগসেসাই পুরস্কার না পেলে আমার নিয়মিত রক্ত পরীক্ষার টাকাও হতোনা তখন তা হৃদয় ছুঁয়ে যায়। এখানে এদেশে আমাদের রক্ত পরীক্ষা সহ চিকিৎসার নানা খরচ সরকার দেয়। এসব সময়েও স্যারের কথা মনে পড়ে। সারাজীবন শিক্ষকতা করেও বাংলাদেশের আবদুল্লাহ আবু সায়ীদরাও কত অসহায় সব মানুষ 🙁 শুভ জন্মদিন স্যার♥ সুস্থ থাকুন <3 ভালো থাকুন <3

Endnotes:
  1. লিখে ফেলেছেন প্রিয় Abdun Noor Tushar: https://www.facebook.com/abdun.n.tushar/posts/10157090179468973
  2. click here: https://www.facebook.com/abdun.n.tushar/posts/10157090179468973

Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%be-2/