চন্ডিকা হাথুরু সিংহে

by Fazlul Bari | January 2, 2017 2:31 am

ফজলুল বারী, নেপিয়ার থেকে
নিউজিল্যান্ডের শেষ দুই ম্যাচের পারফরমেন্সের কারনে লেগ স্পিনার তানভীর হায়দার যেন এখন জাতীয় ভিলেন! দলের সিনিয়র ব্যাটসম্যান বেশিরভাগের ব্যাট হাসছেনা। এক মুশফিকের চোটে অদলবদল হয়ে গেছে পুরো টিমের চেহারা! কিন্তু এসব না। তানভীর কেন দলে এ প্রশ্নটাই এখন বাংলাদেশ জুড়ে বেশি! ঝড় চলছে স্যোশাল মিডিয়ায়। রোববার নেপিয়ারে কোচ চন্ডিকা হাথুরু সিংহেকেও প্রশ্নটি করা হয়েছিল। নিউজিল্যান্ড সফরে এই প্রথম মিডিয়া ব্রিফিং করলেন কোচ। বাংলাদেশ দলের সদর অন্দরের খোঁজখবর যারা রাখেন তারা জানেন তানভীর দলে এসেছেন কোচের পছন্দে। ঢাকায় ইংল্যান্ড দলের সঙ্গে অনুশীলন ম্যাচে তানভীর তিন উইকেট পান। তখনই তানভীর কোচের বিশেষ নজরে পড়েন। এরপর নির্বাচকদের কাছে তানভীরকে চান চান্ডিকা। ওয়াকিফহালরা জানেন এই কোচ নির্বাচকদের কাছে যখন যা চান তা তাকে দিতেই হয়।

রোববার তানভীর কেনো দলে একথা জিজ্ঞেস করলে কোচ জবাব দেন, ‘সেটি তার পারফরমেন্স’। দলে একজন লেগ স্পিনার কাম অলরাউন্ডার দরকার ছিলো। তানভীর সিডনিতে ভালো করেছেন। ভালো বল করেছেন এখানেও। যা আমাদের অনেক স্পিনাররা পারেননি। এরপর আবার বলেন নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি তানভীর। দলের সঙ্গে আরও অনেক খেলোয়াড় থাকতে শুভাগতহোম চৌধুরী আবার কেনো দলে? কোচ আবার জবাব দেন তার পারফরম্যান্স। গত বিশ্বকাপে ভালো বল করেছেন শুভাগত। সৌম্য আবার দলে ফেরাটা নির্বাচকদের ওপর তার চাপ কিনা জানতে চাইলে বলেন আমি নির্বাচকদের কখনো কোন চাপ দেইনা। সৌম্য এসেছেন তার যোগ্যতায়। কারন সৌম্য জানেন তিনি কি করতে পারেন। নাসির দলে নেই কেনো জানতে চাইলে বলেন, আপনারা আবার ভাববেননা আমার কারনে নাসির দলে নেই। গত দু’বছর ধরে তার পারফরমেন্স কী? উল্টো তিনি প্রশ্ন রাখেন।

নিউজিল্যান্ডে দলের বাজে পারফরমেন্স সম্পর্কে মিডিয়া ব্রিফিং’এ কোচ চন্ডিকা হাথুরু সিংহের আত্মপক্ষ এটি বিদেশে নিয়মিত সিরিজ না খেলার কুফল। সিনিয়র ব্যাটম্যানরা ভালো করছেনা কেনো এর উত্তরে বলেন শুধু ব্যাটিং নয় বোলিংও ভালো হচ্ছেনা। নইলে এক ম্যাচে প্রতিপক্ষ ৩৪১ রান করে ফেলে কী করে। ক্রাইস্টচার্চ ম্যাচে কিউইদের ৩৪১ রান করে ফেলার বিষয়টি সামনে তুলে আনেন চান্ডিকা। এক মুশফিকের চোটের ঘটনা কী বাংলাদেশের বাজে পারফরমেন্সের অন্যতম কারন? টিম বাংলাদেশের প্রধান কোচ মানলেন কথাটি। কোচ বললেন গত অনেকদিন মুশি উইকেট কিপিং’এর পাশাপাশি ভালো রানও করছিলেন। তার জায়গায় আসা নুরুল হাসান সোহেলও ভালো করছেন। কিন্তু মুশফিকতো মুশফিকই। তার শূন্যস্থান কী করে পূরন হয়? ফিজিও’র পরামর্শে তাকে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। মুশফিকের চোট দলের জন্যে বড় একটি আঘাত।

চন্ডিকা বলেন নিউজিল্যান্ডের কন্ডিশনে অনেক দল শুরুতেই ভালো করতে পারেনা। কিন্তু আমাদের শুরুটা ভালো হচ্ছে। কিন্তু সেই ভালোটা আমরা ধরে রাখতে বা টেনে নিয়ে যেতে পারছিনা। এটিই হতাশাজনক। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা শতক করছে। শনিবার তাদের দু’জনের রান হয়েছিল প্রায় একশ করে। আর আমাদের দুটি মাত্র পঞ্চাশ। এটি হতাশাজনক। নিউজিল্যান্ডের ফিল্ডিং’এরও ভূয়সী প্রশংসা করেন কোচ। বলেন তারা তাদের পরিকল্পনা অনুসারে সবকিছু করছে। কিন্তু আমরা পারছিনা। সিনিয়র খেলোয়াড়দের রান না পাওয়া সম্পর্কে কোচ বলেন অনেকদিন পর নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে এসেই যে খেলোয়াড়রা সবকিছু ভালো করে ফেলবে এটা ভাবা ঠিক নয়। তবে আগামিতে সিনিয়রদের রান খরা কমবে বলে তিনি আশা করেন। টি-টোয়েন্টি সিরিজের আগে টিম মিটিং’এ কী আলোচনা-নির্দেশনা এসেছে জানতে চাইলে চন্ডিকা বলেন, সবার কার কোথায় ভুল হয়েছে সে সব চুলচেরা বিশ্লেষন করা হয়েছে টিম মিটিং’এ। দেশবাসীর সমালোচনার মুখে তানভীরকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি কিনা জানতে চাইলে কোচ না সূচক জবাব দেন।

[1]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/01/NAPIER-11.jpg

Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a5%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a7%87/