এসিটি লেজিসলেটিভ এসেম্বলিতে মাতৃভাষা রক্ষার প্রস্তাব অনুমোদনের আগে ও পরে

by Ajoy Kar | September 16, 2017 1:26 am

Bangladeshi Community Members met with H.E. Kazi Imtiaz Hossain at Bangladesh High Commission in Canberra[1]

Bangladeshi Community Members met with H.E. Kazi Imtiaz Hossain at Bangladesh High Commission in Canberra

ভাষা সংরক্ষন ও সুরক্ষার মাধ্যমে মাতৃভাষার বিলুপ্তি ঠেকাতে গত ১৩ সেপ্টেম্বর ২০১৭ অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এসিটি লেজিসলেটিভ এসেম্বলি একটি প্রস্তাব অনুমোদন করেছে। লেজিসলেটিভ এসেম্বলির বিরোধী দলীয় নেতা মিঃ এলিস্টার কো এই যুগান্তকারি প্রস্তাবটি উত্থাপন করেন।

ক্যানবেরা লিবারেল পার্টির এই প্রস্তাবকে কেন্দ্র করে আলোচনায় অংশ নেন এম.এল.এ. এলিজাবেথ কিকের্ট (লিবারেল); এম.এল.এ. এলিজাবেথ লি (লিবারেল); এম.এল.এ. জেমস মিলিগ্যান (লিবারেল); ডেপুটি চিপ মিনিষ্টার ইভেট বেরী (লেবার); এম.এল.এ. রাচেল ষ্টিফেন-স্মিথ (লেবার) এবং এম.এল.এ. শেন রেটনবারি (গ্রীন)।

 

MLC met with leaders at Mr Alistair Coe’s office (Banglakatha, 28 July 2017)[2]

MLC met with leaders at Mr Alistair Coe’s office (Banglakatha, 28 July 2017)

এসিটিতে মোট ১৭০ টি ভাষাভাষির মানুষ রয়েছে। ভাষা সংরক্ষণে সকলকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশের ১৯৫২-এর ভাষা আন্দোলনের প্রসঙ্গ টেনে মিঃ কো ‘২১শে ফেব্রুয়ারী’কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন; এসিটির প্রতিটি লাইব্রেরীতে ‘একুশে কর্নার’ প্রতিষ্ঠা এবং ক্যানবেরায় ‘মাতৃভাষা মনুমেন্ট’ প্রতিষ্ঠার প্রস্তাব করলে সেই প্রস্তাবের কিছু কিছু শব্দ সংযোজনে সামান্য পরিবর্তন সাপেক্ষ্যে লেজিসলেটিভ এসেম্বলি সেই প্রস্তাবটি অনুমোদন করে (প্রস্তাবটি’র অনুলিপি সংযোজন করা হলো)|

গত ২৮শে জুলাই এম.এল.সি মুভমেন্ট এর নেতৃবৃন্দ এসিটি লেজিসলেটিভ এসেম্বলীতে মিঃ কো’এর অফিসে মিঃ এলিস্টার কো এবং মি: ইগ্নেশিয়াস রোজারিওর সাথে এক মিটিং করেন (বাংলাকথা, ২৮ জুলাই)। মি: রোজারিও জন্মসূত্রে একজন বাংলাদেশী যিনি গত এসিটি লেজিসলেটিভ এসেম্বলির সদস্য নির্বাচনে জিনিনডেরা নির্বাচনী এলাকা থেকে লিবারেল পার্টির মনোনীত প্রার্থী ছিলেন।

Hon. Opposition Leader Mr Alistair Coe, MLA, at his Office, is giving interview with Ekushey Radio.[3]

Hon. Opposition Leader Mr Alistair Coe, MLA, at his Office, is giving interview with Ekushey Radio.

সেই মিটিং-এ এম.এল.সি মুভমেন্ট এর বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে মিঃ এলিস্টার কো লেজিসলেটিভ এসেম্বলিতে একটি ‘মাতৃভাষা রক্ষার প্রস্তাব অনুমোদন’ এর সম্ভাবনা’র কথা জানালে, ইগনেসিয়াস রোজারিওর সহযোগিতায়, এম এল সি মুভমেন্ট তথ্য উপাত্ব দিয়ে এই ‘মাতৃভাষা রক্ষার প্রস্তাব’ তৈরিতে সহযোগিতা করে।

মাতৃভাষা রক্ষার প্রস্তাব অনুমোদন কালে পার্লামেন্ট ভবনে এই সময় উপস্থিত ছিলেন ইগনেসিয়াস রোজারিও (প্রাক্তন লিবারেল প্রার্থী), কামরুল আহসান খান, ড: এজাজ মামুন,  স্বপ্না শাহনাজ, ড: জামির হোসেন, এমএলসি মুভমেন্টের চেয়ারপারসন ও একুশে কর্নার দর্শনের প্রবক্তা নির্মল পাল, নির্বাহী পরিচালক এনাম হক, পরিচালক ও একুশে বেতার ক্যানবেরার প্রযোজক ডঃ অজয় কর, সদস্য পারভেজুল আলম অপেল, সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর মাসুদ চৌধুরী, এবং ক্যান্টারবেরী ব্যাংকসটাউন সিটি কাউন্সিল নব নির্বাচিত কাউন্সিলর শাহে জামান টিটু সহ আরও অনেকে ।

প্রস্তাব অনুমোদন শেষে ধন্যবাদ জ্ঞাপন পর্যায়ে মি: কো এম.এল.সি মুভমেন্ট-এর নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান।

এর পর বাংলাদেশ কম্যুনিটির সদস্যদের সাথে নিয়ে এমএলসি মুভমেণ্টের প্রতিনিধিদল বাংলাদেশ দুতাবাসে রাষ্ট্রদুত হিজ এক্সিলেন্সি কাজি ইমতিয়াজ হোসেইনের সাথে মিলিত হন। সকলের সাথে খোলামেলা আলোচনায় তিনি মাতৃভাষা সংরক্ষনে এসিটি লেজিসলেটিভ এসেম্বলির প্রস্তাব পাশে খুশি প্রকাশ করেন।

Celebration of Motion Pass with Hon. Opposition Leader Mr Alistair Coe,MLA; MLA Elizabeth KIkkert; MLA Elizabeth Lee; MLA James Milligan at ACT Legislative Assembly building.[4]

Celebration of Motion Pass with Hon. Opposition Leader Mr Alistair Coe,MLA; MLA Elizabeth KIkkert; MLA Elizabeth Lee; MLA James Milligan at ACT Legislative Assembly building.

প্রস্তা

ব উপস্থাপনে বিশেষ ভুমিকা রাখার জন্যে এমএলসির নেতৃবৃন্দের ও মি: ইগ্নেশিয়াসের প্রশংসা করে তিনি বিরোধী দলীয় নেতা মি: এলিস্টার কো কে তার ব্যক্তিগত অভিনন্দন পৌঁছে দেবার জন্যে বলেন।

একুশে বেতার এ উপলক্ষ্যে একটি রেডিও অনুষ্ঠান ধারণ করে।

[pdf_attachment file=”1″ name=”motion: Notice Paper No 29″]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/09/ajoy2.jpg
  2. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/09/ajoy4.jpg
  3. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/09/ajoy3.jpg
  4. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/09/ajoy1.jpg

Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2/