একুশে কর্নার বিষয়ক টকসো

by Nirmal Paul | May 31, 2017 6:21 am

প্রিয় বন্ধুরা,

অবশেষে আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় গত ১১ই মে’২০১৭ প্রচারিত পৃথিবীর প্রতিটি লাইব্রেরীতে “একুশে কর্নার” বিষয়ক “টকসো”র ইউটিউব এর লিংক আপনাদের দেখা এবং মূল্যবান পরামর্শের জন্য নিম্নে দেয়া হল।

“লাইব্রেরীতে একুশে কর্নার” প্রবর্তনের দর্শনটি সারাবিশ্বে ক্ষয়িষ্ণু মাতৃভাষা সমূহকে রক্ষা করার জন্য প্রতিটি ভাষাভাষীর সম্পৃক্ততা এবং মানব সভ্যতা লালনে লাইব্রেরীর ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে ইউনেস্কোর ঘোষিত “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে একটি বৈশ্বিক গণজাগরণে প্রাতিষ্ঠানিকতা অর্জনের বৈশ্বিক প্রাতিষ্ঠানিক ভিত্তি।

আমাদের একুশের চেতনাকে পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণের অনুপ্রেরণায় উত্তরণে আমাদের সকলের একযোগে কাজ করা বিশেষভাবে অর্থবহ। এই দর্শনকে আপনার আমার সকলের মধ্যে শেয়ারের মাধ্যমে এই পবিত্র দায়িত্বপালনে অংশগ্রহণ মানব সভ্যতা সংরক্ষনে বিশেষ ভুমিকা রাখবে। একুশের মাধ্যমে বাংলা, বাংগালি এবং বাংলা সংস্কৃতি-কৃষ্টি সকল ভাষাভাষীর কাছে হবে সম্মানীয়।

অনুগ্রহ করে একটু সময় করে আপনি ভিডিওটি দেখা এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। একুশ আমার অহংকার, একুশ আমাদের অহংকার, একুশ হউক পৃথিবীর সকল ভাষাভাষীর অহংকার।

Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a6%95-%e0%a6%9f%e0%a6%95%e0%a6%b8%e0%a7%8b/