Gungahlin মসজ়িদ ও প্রাসঙ্গিক কিছু ভাবনা

by Maksud Alam | August 11, 2016 11:34 am

বাংলাদেশ প্রসঙ্গ
প্রিয় পাঠক আপনারা সবাই হয়তো জানেন Gungahlin মসজিদ কমিটির সাম্প্রতিক নিবাচন নিয়ে বাঙ্গালী কমিউনিটির মধ্যে নানা মেরুকরন হচ্ছে। সেই প্রসঙ্গেই কিছু প্রসঙ্গিক বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর বাঙ্গালী হিসাবে বাংলাদেশ প্রসঙ্গটা চলে আসে সবার আগে, সেটা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক। বাংলাদেশ, বাংলা ভাষা যেমন আমাদের আবেগে, অনুভুতিতে প্রবাহিত, তেমনী বংলাদেশের রাজনীতি এই প্রবাস জীবনেও প্রসঙ্গিক। তবে মসজিদ তৈরীর প্রসঙ্গটা সামনে রেখে যখন রাজনীতি করি তখন ধম না ধম কে সামনে রেখে রাজনীতি করাটাই আসল সেটা কিন্ত প্রসঙ্গিক হয়ে যায। ধম নিয়ে কথা বলার যোগ্যতা আমি রাখিনা, সেই দুসাহসও আমার নাই কিন্ত যখন দেখি কাথায় কথায় বাংলাদেশ বিরোধিত, ৭১ কে হেয়ো কর, রবীন্দ্রনাথ আর বাংলা সাংস্কৃতি যাদের গায়ের জ্বালা, খন্টিত নজরুলকে নিয়ে উল্লাষ, সূযসেন, খুদিরাম, জাহানারা ইমাম আর হালের শাহাবাগ আন্দোলন যাদের গায়ের জ়্বালা তারাই যখন মসজিদ প্রতিস্টার আন্দোলনের প্রথম কাতারে তখন কিন্ত ভাবতে কস্ট হয়, এই শ্রম আল্লাহর জন্য ।

প্রথম সারির একজন আন্দোলনকারি যিনি কিনা বিভিণ্ণ পারিবারিক ও সামাজিক অনুস্টানে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনকে মূল্যায়ন করেন-যতনা বাঙ্গালী মারা গেছে তার চেয়ে বেশী বিহারী মারা গেছে বাঙ্গালী হাতে অথবা ৫ থেকে ৭ হাজার বাঙ্গালী মারা গেছে ৭১ এর স্বাধিকার আন্দোলনে। ৭১ এ এদের কিংবা এদের পূবপুরূষের ইতিহাস খুজলে আমি নিচ্চিত অনেক অসহায় বাঙ্গালী মায়ের করূন কান্না খুজে পাব আমরা। এধরনের মিথ্যাবাদিদের মুখে মসজিদের জন্য এই যে কান্না তা কি সত্যিকার অথেই আল্লাহর জন্য না কি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিহিত আছে, তা বোধহয় ভেবে দেখার সময় হয়েছে।

প্রিয় পাঠক, আপনাদের মনে আছে কিনা জানিনা বেশ কয়েক বছর আগে Macgregor এ এক অনুস্তান আয়োজন করে আমাদের কিছু বাংলাদেশী ভাই বোন স্বগৌরবে দাবি জানিয়ে ছিলো – বাংলাদেশের জাতীয় সংগীত বদলাতে হবে। লহ্ম শহীদের রক্তের বিনীময়ে অজিত আমাদের স্বদেশ নিয়ে তাদের কি ভাবনা এটাই কি তার উ্যকৃশট প্রমান নয়? আজ Gungahlin মসজিদ প্রসঙ্গে তাদর অবস্তানটাইবা কি? প্রকশ্যে এরা যখন বলে বাঙ্গালী হলে ভালো মুসলমান হওয়া যায়না, পহেলা বৈশাখ আর ইসলাম এক সাথে যাযনা – তখন কি আর বুঝতে বাকি থাকে এদের উদ্দেশটা কি?

এাবার আসি বাংলাদেশের যুড্বাপরাধী বিচার প্রসঙ্গ। এই প্রসঙ্গটা এদের অন্যতম গাত্রদাহ। রাজাকার শিরমনী গোলাম আজম সান্নি্ধ্য এদের জীবনের শ্রেস্ত প্রাপ্তি, দেল্লা রাজাকার এদের ধমগুরু। Yaralumla মসজিদে লিফলেট বিলি করে বাংলাদেশে মুসলমানরা নিযাতিত বলে। হাসিনা আর সিরিয়ার প্রেসিডেণ্ট আসাদের এক সাথে বিচার দাবি করে। এই প্রতারক গুলো কি জানে ৭১ এর ইতিহাস? “বাশের কেল্লা”র মত অপপ্রচার আজ আমাদের কমিউনিটির মাঝে। এরা আল্লাহর নাম দিয়ে মিথ্যাচার করে যায নিদিধায়। ১৪ বছরের নাবালক সন্তানের মেম্বারসিপ দাবি করে, বিনা অনুমতিতে অন্যের মেম্বারসিপ রিনিউ করে নিজের পকেটের পয়সা খরচ করে, অভিবাবকের অনুমুতি বিহিন নাবালক সন্তানের মেম্বারসিপ ফরম পুরন করে দেয়। এগুলো এদের কাছে অপরাধ বলে মনে হযনা। প্রকাশ্যে email দিয়ে দাবি করে ৮০০ নতুন মেম্বারসিপ এবং ৪০ টার মত রিনিউর আবেদনের টাকা এরা দিয়েছে তাদের নিজস্ব তহবিল থেকে। এদের এই তহবিলের উ্যসটা কি এবং উদ্দেশটাইবা কি? এ কি আল্লাহর জন্য? নাকি মসজিদ তৈরীর নামে মসজিদ দখলের সেই পুরনো পায়তারা তা কি আর পরিস্কার করে বলার প্রয়োজন আছে?

Source URL: https://priyoaustralia.com.au/articles/2016/gungahlin-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b/