ভাঙ্গনের শব্দ: Ashfield শহীদ মিনার এবং ২১ উদযাপন

by Priyo Australia | February 19, 2016 1:31 am

বহু কষ্টে গড়া সিডনি এর শহীদ মিনার আজ সংকাগ্রস্থ। ইতি মধ্যে সিডনি এর ashfield শহীদ মিনার এবং একুশ উদযাপন কে ভেঙ্গে দুটি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একুশে একাডেমি শহীদ মিনার কে নিবে না Mother language Conservation Movement।nternational মিনার কে নিবে এই নিয়ে এখন যুদ্ধ চলছে। কথা প্রসঙ্গে জানাও গেছে একদল আর একদল কে দোষারোপ করছে আর বলছে ashfield এর শহীদ মিনার তারা তৈরী করেছে। শহীদ মিনার নিয়ে এ যেন দড়ি টানাটানি খেলা। আর আমরা যারা সিডনি এর সাধারণ বাঙালি তারা অসহায়ের মত তাদের দড়ি টানাটানি খেলা দেখছি। একজন সাধারণ বাঙালি হিসাবে আমি খুবই সংকিত যে এই দুই দলের কোন্দলের কারণে শহীদ মিনার টি future এ Ashfield থাকে কিনা?

তাই দুই দলের কাছে সাধারণ বাঙালি হিসাবে আমাদের বিনীত অনুরোধ দয়া করে সিডনি এর শহীদ সৃতিসৌধ কে নিয়া আপনারা দুই দল এই গ্রাম্য রাজনীতি বন্ধ করুন। কারণ শহীদ মিনার টি আপনাদের গ্রাম্য রাজনীতির ফলশ্রুতি না। এটি সিডনি এর ৫০০০০ হাজার বাংলাদেশী বাঙালির গর্বের জায়গা। অন্তত ভাষা শহীদ দের আত্মার অবমাননা না করে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।
সিডনি Ashfield এর শহীদ মিনার একুশে একাডেমী অথবা Mother language Conservation Movement ইন্টারন্যাশনাল এর একক সম্পত্তি না এটি সিডনি এর ৫০০০০ হাজার বাংলাদেশী বাঙালির সম্পত্তি।

আতিক হেলাল, সিডনি

shahid-minar1[1]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/02/shahid-minar1.jpg

Source URL: https://priyoaustralia.com.au/articles/2016/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-ashfield-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/