গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ধুকছে নিউজিল্যান্ড

by Fazlul Bari | December 28, 2016 11:39 pm

ফজলুল বারী, নেলসন থেকে
প্রথমায় মাশরাফি, দ্বিতীয় তাসকিন, তৃতীয়ায় সাকিব! ১৪ তম ওভারের মধে গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ধুকছে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল নিউজিল্যান্ড। এর মাঝে সাজঘরে ফিরে গেছেন দলের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান গুপ্তিল, উইলিয়ামসন এবং ল্যাথাম। এই তিনজনই ক্রাইস্টচার্চ ম্যাচে বিপদজ্জনক হয়েছিলেন। ১৪ তম ওভার পর্যন্ত কিউই দলের রানরেট ছিল ৩.৫৪! উল্লেখ্য এর আগে সকালে টসে জিতে বল হাতে নেন বাংলাদেশ দলের অধিনায়ক। তিন অভিষিক্ত নূরুন হাসান সোহান, শুভাশিষ রায়, তানভির হায়দারকে নিয়ে নেলসনে খেলা শুরু করে টিম টাইগার্স। খেলার আগেই তাদেরকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেয়া হয়। টস জিতে বল হাতে নিয়ে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন অধিনায়ক মাশরাফি। কিউই দলের গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভ, অপেনার গুপ্তিল এলভিডব্লিউর ফাঁদে পড়ে শুন্য রানে হাঁস মার্কা হয়ে বিদায় নিয়ে চলে যান। তাসকিনের শিকার হন উইলিয়ামসন। আর ল্যাথামকে সাজঘরে ফেরান সাকিব। সকালে মেঘলা আবহাওয়ার মধ্যে খেলাটি শুরু হয়। কিন্তু দ্বিতীয় ওভারেই রোদ হাসতে শুরু করে। সকালে হালকা বৃষ্টি হয়েছে নেলসনে। এরজন্যে টসে জিতে বল হাতে নিয়ে যে অধিনায়ক ভুল করেননি প্রথম ওভারে গুপ্তিলকে তুলে নিয়ে এর প্রমাণ তিনি দিয়েছেন নিজেই।

[1] [2] [3] [4] [5] [6]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/5-1.jpg
  2. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/ARZU-5.jpg
  3. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/4-1.jpg
  4. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/3-1.jpg
  5. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/2-1.jpg
  6. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/1.jpg

Source URL: https://priyoaustralia.com.au/articles/2016/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a7%a9-%e0%a6%89%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/