বিশ্বকাপ প্রতিদিন: সমন্বয় দেশপ্রেম বিবর্জিত একটি দল!

by Fazlul Bari | February 13, 2015 4:42 pm

প্লেয়াররা কী জানে আমরা তাদের কত ভালোবাসি? কত ভালোবাসি আমাদের দেশকে? আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ দলের পরাজয়ের পর এমন হাহাকার সিডনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে, কিন্তু লড়াই করে হেরেছে। কিন্তু আয়ারল্যান্ডের কাছে দলের হার কেউ মেনে নিতে পারছেন না। বৃহস্পতিবার সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে আইরিশদের কাছে দলের হারে হঠাৎ যেন ছাই ছড়িয়ে দিয়েছে প্রবাসীদের বিশ্বকাপ উন্মাদনায়! এই বিশ্বকাপ নিয়ে তাদের কত প্রস্তুতি, আহলাদ! দেশের ছেলেরা খেলবে তাদের চোখের সামনে! ছেলেরা ভালো খেলে জিতলে এই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সম্মান। কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে হারের পর স্বপ্ন ফিকে হতে শুরু করেছে! অস্ট্রেলিয়ার মাটিতে পরপর চারটি প্রস্তুতি (ব্রিসবেনে অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে দুটি খেলা সহ) ম্যাচে বাংলাদেশের হার, বিশ্বকাপ কভার করতে এসে এক সাংবাদিকের লজ্জাজনক গ্রেফতার, এসব এখন সর্বত্র আলোচনা-সমালোচনার বিষয়। বিশ্বকাপ কভার করতে আসা সাংবাদিকরা বিষয়টি এখানে পথে পথে টের পাচ্ছেন! যার সঙ্গে যেখানে দেখা হচ্ছে জানতে চাচ্ছেন, কেন এসব হচ্ছে!

সমন্বয় দেশপ্রেম বিবর্জিত একটি দল!

নিশানের অস্ট্রেলিয়ার জীবনের দৈর্ঘ মাত্র ছয় মাসের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশুনা করেছে প্রিয় প্রজন্ম নিশান। এখন পড়েছে এখানকার ইউটিএস’এ। বৃহস্পতিবার কাজ থেকে ছুটি নিয়ে সে বাংলাদেশ দলের খেলা দেখতে গিয়েছিল। এদেশে একেকদিন কাজ না করা মানে দেড়-দু’শো ডলারের গচ্চা! কিন্তু আগেতো দেশ। তাই কাজ ফেলে নিশান ছুটে গিয়েছিল আয়ারল্যান্ডের সঙ্গে খেলা দেখতে। বাংলাদেশ যখন ভালো করেছে তখন পতাকা দুলিয়েছে আর চিৎকার করে বলেছে শাবাস শাবাস। কিন্তু ধীরে ধীরে যখন ফুটে ওঠে দেশের টিমের আসল চেহারা, ১৮৯ তে অলআউট হয়ে যায় টিম বাংলাদেশ, তখন ভিন্ন রুপ নেয় নিশান! চুপ মেরে যায়। এরপরও আশায় থাকে বোলিং’এ যদি ভালো করে দল! কিন্তু বোলিং-ফিল্ডিং সব শাখায় ধরা পড়ে আবার হারের বৃত্তে ফিরে যাওয়া সমন্বয়হীন এক দল! খেলা শেষের সাংবাদিকদের পেয়ে যেন বিস্ফোরিত হয় নিশান! আর্তনাদ করে বলে আপনারা কী এদের বিরুদ্ধে লিখতে পারেন না? এরা কী জানেনা আমরা তাদের কী রকম ভালোবাসি। ভালোবাসি দেশকে। সাংবাদিকরা নানান উত্তর দেবার চেষ্টা করেন। কিন্তু তা নিশানদের মন ভরাতে পারেনা। মন ভাঙ্গার যন্ত্রনা এত বিশাল!

অগোছালো দল!
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম খেলায় জয়ের জন্য দরকার ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়। কিন্তু সেখানেও টিম বাংলাদেশ করেছে পরীক্ষা-নিরীক্ষা! এই সময়ে সবচেয়ে ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে এদিন খেলানো হয়নি! খেলানো হয়নি পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে ভালো বোলিং করা পেসার রুবেলকে! আইরিশদের বিরুদ্ধে একমাত্র সৌম্য ছাড়া কোন ব্যাটসম্যান সাফল্য পায়নি। এদিনও ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্যতম অপেনার এনামুল বিজয়। পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে ওঠা তামিম এদিন ছিলেন তুলনামূলক নিস্প্রভ! আর সাকিবকে এখনও কেউ খুঁজে পাচ্ছেন না যেন! অস্ট্রেলিয়ার বিগব্যাশ বা ভারতীয় আইপিএল’এ যারা সাকিবকে চোখেমুখে খুনে স্বভাবের ব্যাটসম্যান-বোলার হিসাবে দেখে অভ্যস্ত, দেশের হয়ে খেলতে নামা সেই সাকিব যেন ভিন্ন একজন! কোনভাবে মাঠে হাজিরা দেয়া আর কী! বিগব্যাশ, আইপিএল’এ ভালো খেললে তারা পরেরবার ডাকবে। আর বাংলাদেশ দল থেকে বাদ দিলেতো ক্ষেপে যাবে দেশের মানুষ, ভক্তকূল! বিসিবিকে ধুয়ে ফেলবে মিডিয়া। সিডনিতে পরপর পাকিস্তান-আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই খেলায় একমাত্র মাশরাফি-মাহমুদুল্লাহ ছাড়া সিনিয়র কাউকে জয়ের জন্যে মরিয়া মনে হয়নি! ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোন শাখাতেই দলটি ক্লিক করছেনা! বল মাঠের বাইরে চলে যাচ্ছে! কিন্তু সেটি ঠেকাতে মরিয়া ভূমিকাটি যেন নেই! মাঠে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখায়! তাই যেন একটু দৌড়ানো আর কী! মাঠে জুনিয়রদের একভাবে ইন্সট্রাকশন দিচ্ছেন মাশরাফি। একটু পরে দেখা গেল অন্য ইন্সট্রাকশন আসছে মুশফিক বা সাকিবের কাছ থেকে! গ্যালারিতে ফিসফাস প্রশ্ন মাশরাফির বিশ্বকাপ নেতৃত্ব কী মেনে নেয়নি মুশফিক-সাকিব? বাংলাদেশ দলে বিকেএসপি বনাম ননবিকেএসপি দ্বন্দ্বের পুরনো একটি ধারাপাত আছে। অস্ট্রেলিয়া আসার পরও ক্রমবর্ধমান সেই দ্বন্দ্বধারা? দলে নতুন সুযোগ পাওয়া সাব্বির এদিন গ্যালারির দিকে মুখ উঁচিয়ে বিব্রত মন্তব্য করে বসে!

সেই সাংবাদিকের শেষ খবর
বিশ্বকাপ ক্রিকেট উৎসব কভার করতে এসে বিব্রতকর অভিযোগে গ্রেফতারের শিকার হওয়া বাংলাদেশি সাংবাদিক রহমান পিয়ারের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার হাইকমিশনের পক্ষে টেলিফোনে কমিউনিটি লিডারদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হয়। আশ্বস্ত করে বলা হয় প্রয়োজনে তারা যে কোন কন্স্যুলার সহযোগিতা দেবে। সোমবার এই সাংবাদিকের জামিনের আবেদন করার কথা। ওয়াকিফহাল আইনি একটি সূত্র যে নতুন তথ্য দিয়েছে তা বিশেষ গুরুতর। অভিযোগকারিনী মেয়েটি অপ্রাপ্তা বয়স্কা কিশোরী। তার বয়স ষোল। তার জবানিতে অভিযোগে লেখা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি তার শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করে! এক পর্যায়ে সে তার হাতে চাপ দেয়! এতে করে সে ভীতসন্ত্রস্ত, আপসেট অনুভব করে তার কোচকে ঘটনা জানায়।

সিডনি, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

Source URL: https://priyoaustralia.com.au/articles/2015/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac/