প্রফেসর, কলামিস্ট, কবি ডঃ মিল্টনকে হত্যার হুমকি

by Priyo Australia | February 25, 2015 8:38 pm

নিউ ক্যাসেল ইউনিভার্সিটির প্রফেসর, জনপ্রিয় কলামিস্ট, কবি ডঃ আবুল হাসনাত মিল্টনকে একটি এমেইল একাউন্ট থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বলা হয়েছে তাঁকে আগামী এক মাসের মধ্যে হত্যা করা হবে। শুধু মাত্র আওয়ামী ঘরানার লেখক বলে এবং বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর কারনে তাঁকে এই হত্যার হুমকি দেয়া হয়।

এতে বোঝা যায়, বাংলাদেশে যারা বিরোধী দল করে, তাঁরা এখন কত নীচে নেমে গেছে।

আমি অস্ট্রেলিয়ান সরকারকে অতিদ্রুত টেরোরিস্ট আইনে এই ইমেইল প্রেরক যদি অস্ট্রেলিয়ায় হয়ে থাকে, তাঁকে গ্রেফতারের দাবী জানাই, আর যদি অস্ট্রেলিয়ার বাইরে হয়ে থাকে, তাহলে জনাব মিল্টনকে নিরাপত্তা দেবার দাবী জানাই।
নোমান শামীম, সম্পাদক, মাসিক মুক্তমঞ্চ, অস্ট্রেলিয়া

Source URL: https://priyoaustralia.com.au/articles/2015/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a1%e0%a6%83-%e0%a6%ae/