by Anamul Bhuiyan Mukul | August 13, 2015 2:57 am
জীবন ভ্রমন ২০ : ১৯৮১ সাল । এইচএসসি পরীক্ষা শেষ । একদিন বিকালে আমি আর বন্ধু দিপু গল্প করছি । তখন ইন্ডিয়ান প্রিন্ট এর লুঙ্গি পপুলার ছিল । পাড়ার এক বন্ধু ইন্ডিয়া আসা যাওয়া করতো । ব্যবসায়ী পরিবার । জানতাম সে কিছু জিনিস বিক্রি করে । আমি আর দিপু কথা প্রসঙ্গে জিগ্গেস করলাম ” লুঙ্গিটা খুব সুন্দর , তোর কাছে extra থাকলে কিনতে পারি ” । তার কাছ থেকে একেবারে অনাকাংখিত একটা উত্তর পেলাম । আমরা দুজন অপমানিত বোধ করলাম ।
দিপু মতিঝিল সেন্ট্রাল গভর্মেন্ট স্কুলে আর আমিমতিঝিল আইডিয়াল হাই স্কুলে পড়তাম । প্রাইমারি স্কুল থেকে এক সাথে পড়ি । সন্ধায় আরো কয়েক জন বন্ধুকে অপমানের কথাটা বললাম । দুই জন প্রতিগ্গা করলাম ” ইন্ডিয়া গিয়ে ওই লুঙ্গি না কিনা পর্যন্ত আর লুঙ্গি পরব না ” । একজনকে বললাম এই মেসেজটা ওই হালারে পৌছাইয়া দিস ।
তিন মাসের মধ্যে ইন্ডিয়া যেতে হবে । কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না । প্রথমে মাকে ব্যাপারটা বলে রাখি । তারপর স্টেপ বাই স্টেপ । সবার আগে পাসপোর্ট । আর্জেন্ট ফী ৫০০ টাকা ছিল । টিউশনি করতাম । নিজেই ম্যানেজ করেছি । মগবাজারে পাসপোর্ট অফিসে গেলাম । প্রথম ধাক্কা বয়স ১৮ হয়নি । দুই মাসের মত বাকি আছে । বাবার কাছ থেকে NOC আনতে হবে । জানি আব্বা এইটা দিবে না । আব্বার অফিসের রাবার স্ট্যাম্প বাসায় ছিল । নিজেই টাইপ করে বানিয়ে নিলাম । বলা যায় white লাই ।
নিজে নিজেই আমরা দুই জন ফর্ম জমা দিলাম । আমাদের বাড়ির এক চাচা পাসপোর্ট অফিসে চাকরি করতেন । সে এক বিশাল অভিগ্গতা । বারো দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেলাম । পুলিশ ভেরিফিকেসন যাতে বাসায় না আসে ৫০ টাকা দিয়ে চাচা এক দালালের মাধ্যমে ব্যবস্থা করে দিলেন । আমরা DB অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসি । আমাদের ইন্ডিয়া যাওয়ার কাহিনী শুনে DB পুলিশ একমত প্রকাশ করেন ।
তারপর এয়ার টিকেট । তখন ঢাকা কলকাতা ভাড়া ছিল ৬০০ টাকা । এলাকার রাঙ্গা ভাইট্রাভেল এজেন্সী তে কাজ করতেন । উনি ৭ % কমিসন দিয়ে টিকেট করে দিলেন । টিকেট হাতে দিয়ে বললেন ” সব কিছু ঠিক আছে , জাস্ট আগের দিন বিমান অফিসে গিয়ে কনফার্মেসন স্টিকার লাগিয়ে নিয়ে আসবে ” ।
তারপর সাত দিনের হোটেল ভাড়া এবং খাওয়া খরচ । এই নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে কস্ট রিকভারি টেকনিক জেনে গেলাম । অর্থাৎ ডিউটি ফ্রি সপ থেকে যা পাওয়া যায়, হোটেলে দালালের কাছে সেই জিনিস বিক্রি করলে সাত দিনের হোটেল ভাড়া হয়ে যায় । সাথে জাপানি ১ টা ক্যাসিও হাত ঘড়ি । এই টেকনিকে হোটেল ভাড়া প্রস্তুত ।
দশ রুপি দিয়ে তখন তিন বেলা খাওয়া হয়ে যেত – নো সমস্যা । থাকা -খাওয়া ও শপিং বাবদ সাত দিনের বাজেট ১০০০ রুপি । প্রায় দুই হাজার টাকার মত ছিল । মা ভাইকে বলেছে । ভাই ১০ টাকা নোটের একটা বান্ডেল ( এক হাজার টাকা ) দিলেন । আর বললেন “আমার পাস বুকে দেওয়ার মত আর নাই ” । ভাই DU তে MS এর ছাত্র ছিলেন । সন্ধ্যায় পার্ট টাইম একটা কাজ করতেন । অব্লিগেশন ফ্রি ডোনেশন । আমি লজ্জায় কোনো উত্তর দিলাম না । মনে মনে বললাম আমার বাজেট ট্রিপ এর জন্য এক হাজারই যথেস্ট । ফিনান্স রেডি । ভিসা ও ফ্লাই করার জন্য অপেক্ষা করছি (অসমাপ্ত )।
জীবন ভ্রমন ২১ : একাশি সাল । প্রথম বিদেশ ভ্রমন । তাও এলাকার সমবয়সী একজনের অনাকাংখিত আচরণের কারণে । পাসপোর্ট , টিকেট , বাজেট প্লান ,ও ফিনান্স রেডি করার পর দুই বন্ধু গেলাম জিগাতলা রোডে ইন্ডিয়ান হাইকমিশনে । দালাল থেকে ভিসা ফর্ম সংগ্রহ করার পর , রাস্তার পাশে টিনের বাক্সে হাত ডুকিয়ে ৬ টাকা দিয়ে ফটো তুলেছি । দালাল বলল জমা দেওয়া পর্যন্ত চেহারা বুজা গেলেই চলবে ।
আবারো হোঁচট খেলাম । সাত দিন বাকি ১৮ বছর হতে । আবার নিজে noc বানিয়ে দিলাম । বললাম ফ্লাই করার আগে ১৮ বছর হয়ে যাবে । যাই হোক ভিসা ক্লার্ক এর রেট ১০ টাকা । দিয়ে দিলাম । বিকালেই লাল একটা রাবার স্ট্যাম্প সহ পাসপোর্ট হাতে পেলাম ।
অবশেষে ফ্লাই করার দিন আসলো । দুই বন্ধু আগের রাতে চেক লিস্ট টিক করে পরের দিন এয়ার পোর্ট গেলাম । দুপুরের দিকে ফ্লাইট ছিল । এয়ার ক্রাফট F28 । বিমানের কাউন্টারে চেক ইনের জন্য টিকেট ও পাসপোর্ট দিলাম । অপর প্রান্ত থেকে বলল ” আপনাদের টিকেট কনফার্ম করা নেই , সিট নেই, ওয়েট করেন ” । মাথায় ঠাডা পরার মত অবস্থা ।
একজনকে অনুরোধ করে ট্রাভেল এজেন্সির রাঙ্গা ভাইকে ফোন দিলাম । বন্ধুর বড় ভাই । উনি বলেন কনফার্মেশন স্টিকার লাগাও নি ! আমি বললাম ” এইখানে তো স্টিকার লাগানোর কোনো অফিস নাই ” । উনি বললেন ” আরে বেয়াকুব , এইটা মতিঝিলে বিমান অফিস থেকে করতে হয় , তোদের তো সেই দিনই বলেছি , কাউন্টারে বল লিস্টে তোদের নাম আছে , বুঝতে পারি নাই স্টিকার লাগাতে হবে ” ।
কাউন্টারের পাশে থাকা বিমানের ড্রেস পরা একজনকে ব্যাপারটা বললাম । উনি লিস্ট চেক করে দেখলেন । তারপর আমাদের চেক ইন করতে দিলেন । বোর্ডিং পাস নিয়ে ইম্মিগ্রেসনে গেলাম । এমন সময় আমার কাজিন সিস্টার এসে হাজির । সিভিল এভিযেশনে চাকুরী করতেন । উনি ইমিগ্রেশন ও কাস্টম হয়ে আমাদের নিয়ে পায়ে হেটে বিমানে তুলে দিলেন । উনি থাকাতে অতিরিক্ত কোন প্রশ্নের মুখুমুখি হতে হলো না ।
বিমানে উঠার আগে উনি বলল আমার জন্য কি আনবি । বললাম ” আপানি হযত জানেন কিভাবে আমি যাচ্ছি ” । উনি বললেন ” খালা আমাকে বলেছে , এইটা নে , আমার জন্য একটা কাশ্মিরি শাল আনবি ” । পাশে দাড়ানো একজন বলল ” দম দমে দাদারা কিন্তু ক্যাশ টাকা পেলে নিয়ে নিবে ” । ভয় পেলাম । খালাতো বোন বলল ” চিন্তা করিস না , অব্লিগেশন ফ্রি “। সিঁড়ি বেয়ে ভয ও শিহরন মিশ্রিত মনে দুইজন সেই কাঙ্খিত বিমানে উঠে গেলাম । আর দমদমে নামার অপেক্ষা করতে থাকলাম ।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2015/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a7%a8%e0%a7%a7/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.