ক্রিকেট দলের কাছে নিঃশর্ত দুঃখ ও ক্ষমা প্রার্থনা

by Fazlul Bari | February 28, 2015 6:30 am

মেলবোর্নে শুক্রবার সংঘটিত ঘটনার জন্যে লজ্জা, গভীর দূ:খ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাঙ্গালিরা। শনিবার দেশটির বিভিন্ন অংশে বসবাসরত শতাধিক প্রবাসী এক বিবৃতিতে ঘটনার জন্যে বাংলাদেশ দল, ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা, বিসিবি, বাংলাদেশ দলের সমস্ত সমর্থক, অনুরাগী এবং দেশবাসীর কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য শুক্রবার মেলবোর্ন শহরতলীর হান্টিংডেল মসজিদে জুম্মার নামাজে গেলে একজন প্রবাসী বাংলাদেশ দলের ক্যাপ্টেন মাশরাফির সঙ্গে বাক্যবানে চড়াও হন। বিবৃতিতে বলা হয় দেশের কিছু গণমাধ্যমে ঘটনাটি বিকৃতভাবে এসেছে।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার মেলবোর্ণে যা ঘটেছে তা নিঃসন্দেহে দুঃখজনক ও অনভিপ্রেত। যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তা ভালোবাসা থেকে আর ভালোবাসার দলের ‘পারসিভড’ ব্যর্থতা জনিত হতাশা থেকেই ঘটেছে বলে আমাদের বিশ্বাস। কিন্তু এই বহিঃপ্রকাশ আরো অন্যভাবে ঘটানো যেতো, অন্য সময় ঘটানো যেতো। সবচেয়ে ভালো হতো এই ক্ষোভকে পরামর্শের বা শুভ কামনার আঙ্গিকে বহিঃপ্রাকাশ ঘটালে। মাশারাফির ওই বিব্রতকর পরিস্থিতির অন্য মেলবোর্ণ ও অস্ট্রেলিয়া প্রবাসী অন্য সবার মতো আমরাও দুঃখিত ও ভারাক্রান্ত। ক্রিকেটপ্রেমী অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি হিসেবে দলের কাছে আমাদের নিঃশর্ত এপোলজি। আমাদের বিশ্বাস, যিনি এই ঘটনার সাথে জড়িত এমন অসাবধানী আউটবার্ষ্টের জন্য তিনি নিজেও বিষন্ন।

বিবৃতিতে বলা হয়, দেশের কিছু কিছু সংবাদমাধ্যম এই ঘটনার অতিরঞ্জিত বিবরন ছেপে মেলবোর্ণের বাঙালি কমিউনিটিতে অনিচ্ছাকৃত ভাবে হলেও বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ক্ষোভের ইন্ধন দিচ্ছে। কোন কোন সংবাদ মাধ্যমে বলা হয়েছে ঘটনাটি হাতাহাতির পর্যন্ত গড়িয়েছে, যা একেবারেই অসত্য। এ ধরনের অসত্য, অনুমান নির্ভর ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।। দলের এখন প্রয়োজন আমাদের শুভ কামনা এবং উৎসাহ। এই সব বিভ্রান্তিমূলক সংবাদে দল ও কমিউনিটির মনোবল ক্ষুন্ন হয়।

বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন, মেলবোর্ন প্রবাসী ডা আহমেদ শরীফ শুভ, আশরাফুল আলম, তাজউদ্দিন, ইফতি রশীদ, মোর্শেদ কামাল, এ কে এম ইমরান, আজমুল হুদা, তানিম মাহমুদ, নকীব রহমান, মফিজ ঢালি, ক্যানবেরা প্রবাসী মামুনুর রহমান, তাসমিন রহমান, এনামুল ভূঁইয়া মুকুল, তারিক জামান, শাহাদাত মানিক, রওশন আরা, এজাজ মামুন, স্বপ্না শাহনেওয়াজ, সুমন মাহবুব, নাদিমুল হক মন্ডল, সিডনি প্রবাসী গামা আব্দুল কাদির, সিরাজুল হক, অধ্যাপক রফিকুল ইসলাম, আনোয়ার চৌধুরি, রবিন বনিক, ড নূরুর রহমান খোকন, ড লাভলি রহমান, ড আব্দুর রাজ্জাক, ড রোনাল্ড পাত্র, অজয় দাশগুপ্ত, ফজলুল বারী, আল নোমান শামীম, শাহরিয়ার পাভেল, ফারাহ কান্তা, শাহাদাত চৌধুরি, আনিসুর রহমান, অজিত বড়ুয়া, বদিউর রহমান, আবু রেজা আরেফিন, চৌধুরি সুলতানা রাজিয়া, মো মিজানুর রহমান নিশান, হুমায়ুন কবির, রিজু ইমাম, এস এম আমিনুল রুবেল, ফাহাদ আসমার, নাজিম খান, রাব্বিল হাসান, রফিকুল ইসলাম জুয়েল, ফারজানা জে রিমি, ফারহানা হাসান, হাসিবুল কবির, শামস রাশেদ জয়, ওয়ারাশেদ রহমান, ওয়াহিদ বাপ্পী, শারমিন নাহার দিনা, দিশা তাসনিম, মোহাইমেন খান মিশু, সায়মা খানম, এলিজা আজাদ, নবেন্দু নির্মল সাহা জয়, মুকিতুল হক, সাদেক দিপু,মেলবোর্ন প্রবাসী ডা আহমেদ শরীফ শুভ, মোর্শেদ কামাল, এ কে এম ইমরান, আশরাফুল আলম, ব্রিজবেন প্রবাসী শাহেদ সদরুদ্দিন, ড মো জহিরুল ইসলাম, ফারুক রেজা, এডেলেড প্রবাসী ড আবু সিদ্দিক মিয়া, ড মাহমুদুর রহমান পল্লব, ওয়াসিম সাদেক, ড আনিস আহমেদ, অজিত দাশ, হাসান ইমাম, ড সাইফুল ইসলাম, আশরাফ ভূইয়া, নাদিরা সুলতানা, এম ডি ফয়সাল, ড আহমদ উল্লাহ, ড মোহাম্মদ ওয়াজিদ, ড মাহমুদুল হাসান, মাসুদুর রহমান, এস এ রহমান অরুপ প্রমুখ।

Source URL: https://priyoaustralia.com.au/articles/2015/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d/