by Fazlul Bari | February 18, 2015 4:28 pm
সিডনি মর্নিং হেরাল্ডের সাংবাদিক ইমন ম্যাথুস অন্য একটি কাজে ক্যানবেরা এসেছিলেন। ম্যানুকা ওভালের বিশাল ক্রিকেট উৎসব দেখতে এদিকটায় ঘুরে যান তিনি। জানতে চান, এত বাংলাদেশি কোত্থেকে এলো ক্যানবেরায়? সিডনিসহ নানান শহর থেকে গাড়ির বহর নিয়ে আসার কাহিনী শুনে তো অবাক ইমন।
ম্যানুকা ওভালে বুধবার খেলা দেখেছেন ১০ হাজার ৭২৬ জন। এর নব্বই শতাংশই ছিলেন বাংলাদেশি। বিদেশে বসে দেশকে দেখার, ভালোবাসার এমন সুযোগ সহজে মেলেনা। সপ্তাহের কাজের দিনে অফিস থেকে ছুটি নিয়ে আসতে হয়েছে তাদের।
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই বয়সে তরুণ। বেশিরভাগের বয়স ত্রিশ-পয়ত্রিশের কোঠায়! এরা এখানে পড়তে এসে অভিবাসী হয়েছেন, কেউ আবার এখনো পড়ছেন।
এ দেশে বেশিরভাগ ক্ষেত্রে কাজ না করলে টাকা নেই। এর মানে শুধু একদিন কাজ না করাতেই দেড়শ’-দুশ’ ডলারের গচ্চা। খেলাকে কেন্দ্র করে যে সবার আরও কত রকমের খরচ। এসব নিয়ে কেউ ভাবেননি। আসলে এসব নিয়ে ভাবলে দেশকে ভালোবাসা যায় না। খুব ছোট বাচ্চাদের নিয়ে পরিবারগুলোও এসেছিল। বাচ্চাদেরও পরানো হয়েছে বাংলাদেশের জার্সি। এসব বাচ্চাদের কোলে নিয়ে রানে রানে বা বলে বলে মায়েদেরও যে কী আনন্দ অথবা উদ্বেগ বলে বোঝাবার নয়! এটা আসলে শুধুই অনুভবের বিষয়।
এ দিন আরেকটি কারণেও খবর হয়েছে ম্যানুকা ওভাল। সিডনিসহ আশেপাশের নানা শহর থেকে যত বাংলাদেশি পরিবার খেলা দেখতে ক্যানবেরা এসেছেন, তাদের অনেকে গাড়ি পার্কিং-এর নিয়মের পরোয়া করেননি। দুই ঘণ্টার পার্কিং এলাকায় গাড়ি রেখে স্টেডিয়ামে ঢুকে খেলায় যে বুঁদ হয়েছেন, বাইরে কী হচ্ছে তা আর খোঁজ নিতে যাননি! এদিকে নিয়ম ভঙ্গের অপরাধে গাড়িতে গাড়িতে জরিমানার টিকেট ঝুলিয়ে দিয়ে গেছে কাউন্সিলের রেঞ্জার। গাড়ি প্রতি ৯৬ ডলারের জরিমানা। বাংলাদেশ দলের ব্যাটিং শেষে ইনিংস বিরতিতে গাড়ির কাছে গিয়ে নোটিশ দেখে মাথায় ‘বাজ’ পড়ে অনেকের। কিন্তু এ নিয়ে হা-হুতাশ না করে আবার খেলায় মজে যান তারা।
বাংলাদেশের ইনিংসে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জুটিটি জমে যাওয়ার আগে অনেকের মনে ভয় ধরে গিয়েছিল। বোলিংয়ের শুরুতে মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের উইকেট পাওয়ার আনন্দে মেতেছে দর্শকরা। মাঝে উইকেট পড়তে না থাকায় আবার কিছুটা হতাশার মেঘও তৈরি হয়। আবার নবির উইকেট পড়ার পর উধাও সব উদ্বেগ। পুরো ম্যানুকা ওভাল আবার ফেটে পড়ে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ স্লোগানে।
ম্যানুকা ওভাল থেকে বেরিয়ে ফেরার পথেও চারদিকে শুধু উৎসব দেখতে হয়েছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা এমন উৎসব আর দেখেনি, দেখবে কখনো আবার?
Source URL: https://priyoaustralia.com.au/articles/2015/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.