by Dr Ezaz Mamun | December 15, 2015 10:25 pm
মুক্তিযুদ্ধ আমাদের অহংকার । বাংলাদেশ আমাদের হৃদয়ের চেয়ে অধিক প্রিয় একটি নাম । লালসবুজে জড়ানো আমাদের পতাকা আমাদের হৃদয় স্পন্দন । আমাদের এই প্রানাধিক প্রিয় বাংলাদেশ আমরা পেয়েছি ত্রিশ লক্ষ শহীদের প্রানের বিনিময়ে আর লক্ষ বীরঙ্গনার অনাংখিত ত্যাগে দীর্ঘ ন’মাসের রক্তক্ষয়ী যুদ্ধে । আজ বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস । বিনম্র চিত্রে আজ স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধুকে, স্মরণ করি ত্রিশ লক্ষ শহীদের অত্মত্যাগ, লাখ বীরঙ্গনারকে । শ্রদ্ধা জানাই সুদক্ষ নেতা তাজউদ্দিন আহমেদ ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী নেতাদের যাঁদের যোগ্য নেতৃত্ব বাংলাদেশের বিজয়কে সুসংহত করেছিল । শ্রদ্ধা জানাই বাংলার বীর মুক্তিযোদ্ধাদের যাঁদের ত্যাগ একটি রাষ্ট্রের জন্ম দিয়ে আমাদেরকে চির কৃতজ্ঞ করেছে ।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বিজয় দিবস আমাকে আরো বেশি গৌরাবিন্বিত করে । আমার বাবা মরহুম ডাক্তার এজাহার উদ্দিন আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের সময় ৬ নম্বর সেক্টরে কর্মরত একজন ডাক্তার । আমার ছোট বেলার স্মৃতি হাতড়িয়ে এ বয়েসে যখন মুক্তিযুদ্ধে আমার মা বাবার ত্যাগের কথাগুলি মনে করি তখন গর্বে আর আনন্দে আমার মন ভরে যায় । আমি বিশ্বাস করি তাঁরা সত্যিকার মানুষ হিসেবে সেদিন তাঁদের কর্তব্য পালন করেছেন । নিচে আমি আমার বাবার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একটি ফুটেজ সংযোজন করলাম । এটা ATN বাংলা প্রযোজিত মুক্তিযুদ্ধের ইতিহাস পর্ব ৩ থেকে নেয়া । ভিডিও টির লিংক: http://youtu.be/iUfAHQyG2Dw[1]
জয়বাংলা
Source URL: https://priyoaustralia.com.au/articles/2015/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.