ভালোবাসায় বাংলাদেশ

by Fazlul Bari | February 18, 2015 4:51 pm

আমেরিকায় জন্ম মিলিয়ার। এক সময় বাঁশি বাজাতেন। পঞ্চাশ বছর ধরে ক্যানবেরায় আছেন। বুধবার ক্যানবেরার মানেকা ওভালে বাংলাদেশ দলকে সমর্থন করতে এসেছিলেন মলিয়া! কারন জানতে চাইলে যা বলেন তা আরেক মানবতার জয়গানের কাহিনী। এক এনজিও’র মাধ্যমে বাংলাদেশের এক মেয়েকে দশ বছর পড়ার খরচ পাঠিয়েছেন মলিয়া। সেই ভালোবাসায় বাংলাদেশের খেলা দেখতে আসা। তাকে কৃতজ্ঞতা জানিয়ে পরিচয় করিয়ে দেয়া হয় বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য ববী আহমদের সঙ্গে। তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানানো হয়। মলিয়া ধন্যবাদ জানিয়ে বলেন গুডলাক বাংলাদেশ।

এর আগে টস ভাগ্য নিয়ে বাংলাদেশ শুরু করে বিশ্বকাপ মিশন। এরপর ধীরলয়ে দেখেশুনে খেলার শুরু! ৯ ওভারে রান ওঠে ২৭ । এরমাঝে তামিমের ১৫, এনামুলের ৯ , এক্সট্রা ২। ২৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার ক্যানবেরার মানুকা ওভালের রোদেলা দুপুরে বিশেকাপের প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের কাপ্তান মাশরাফি বিন মোর্তজা। মানুকা ওভালে তখন উপস্থিত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। দলের টস জয় এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্তে উল্লাসে সমর্থন জানান হাজার হাজার সমর্থক।

এদিকে খেলাকে কেন্দ্র করে উৎসবের রুপ নিয়েছে ক্যানবেরার মানুকা ওভাল সহ আশেপাশের গোটা এলাকা। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি দেশের পতাকা, দলের জার্সি সহ নানান সাজে মাঠে এসেছেন। লাইনে দাঁড়িয়ে তারা সিকিউরিটি চেক সহ ভেতরে ঢোকেন। স্টেডিয়ামের ফটকে সহ নানান জায়গায় আয়োজন করা হয় ব্যান্ড- কনসার্টে অভ্যর্থনার। মানুকা ওভালের ধারন ক্ষমতা ১৩ হাজার ৫০০। ক্যানবেরা সময় দুপুর ১ টার মধ্যে ভরে যায় প্রায় পুরো স্টেডিয়াম। উল্লেখ্য স্টেডিয়ামের দর্শকদের আশি শতাংশের বেশি প্রবাসী বাংলাদেশি। সিডনি সহ অস্ট্রেলিয়ার নানা শহর থেকে প্রবাসীরা গাড়ির বহর নিয়ে এসেছেন। বিসিবির পরিচালনা কমিটির সদস্য ববী আহমেদ বিডি নিউজকে বলেন, মাঠে এত বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি খেলোয়াড়দের উজ্জিবিত করবে। বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী মুসা ইব্রাহিম, বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার আতাহার আলী খান সহ অনেকে স্টেডিয়ামের সাধারন দর্শকদের সারিতে বসে খেলা দেখছেন।

Source URL: https://priyoaustralia.com.au/articles/2015/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/