by Shubhra Nilanjona | June 25, 2014 6:14 am
আমি যখন বলি আমি সব করব কিন্তু তুমি কিছুই করতে পারবে না । তখন তুমি একটা মুচকি হাসি দাও । তোমার ঐ টোল পড়া হাসিটাও আমার অনেক পছন্দের ।তোমার হাসি দেখে আমার মাথা ঘুরে যায় । আমি খুশীতে রেসিপি দেখে মজার মজার রান্না করে ফেলি শুধু তোমার জন্য। যখন তুমি বল ফেইসবুকে বেশী থেকো না ভয় করে , একে ওকে ব্লক করে দাও, তখন তোমার জন্য আমার কান্না আসে । তুমি এতো ভালো কেনো? মাঝ রাতে যখন একটা ম্যাসেজ দিয়ে রাখো তোর জন্য টেনশনে আমার ঘুম আসে না তুই আমারে জ্বালাস কেন ? প্লিজ সোনা তুই আমারে আর জালাইস না সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব । ঐ দিন রাতে আমার ভালো ঘুম হয় । সকাল বেলাটা একদম অন্য রকম। সব কিছুর ভিতর ভাললাগারা কেমন জানি হাত পা ছড়িয়ে ছিটিয়ে থাকে । আমার সবকিছু শুধু ভাল্লাগে ,ভাল্লগে । তুমি যখন অভিমানে দগ্ধ হয়ে ফোন ,ম্যাসেজ কিছুই দেও না তখন আমি ছোট করে একটা ম্যাসেজ দেই “মরে যাব”। তুমি তখন সব ভুলে সাথে সাথে একনাগাড়ে ১০/১২ টা ম্যাসেজ দিয়ে দেও। আমি তখন আকাশের এই মাথা থেকে ঐ মাথায় গড়িয়ে পড়ি হেসে হেসে আকাশ কে বিছানা ভেবে। তখন তুমি ফোন করে করে সারা শহর জ্যাম করে ফেল। এই যে তোমার কত রকম ভাবে আমাকে চাওয়া এইসব দেখে দেখে আমি শুধু মুগ্ধতায় ভেসে যাই । এই মুগ্ধতার বেড়াজালে আমার আটকে থাকা,আঁশটে পৃষ্টে তোমার সাথে জড়িয়ে থাকা এ শুধুই তুমি আমায় পাগলের মত ভালবাস বলে, আমি ও দিনভর তোমার ভিতর ডুবে থাকি ।বাতাসে তোমার গন্ধ লেগে থাকে । চোখ বুজলেও তোমায় দেখতে পাই চোখ খুললেও তুমি ।
একদমে চিঠিটা লিখে ফেলল রোদেলা। চিঠিটা আজ নীল খামে পোস্ট করে দিবে আবিরের ঠিকানায় । ঠিক যেদিন আবিরের জন্মদিন সেইদিন খুব সকালে পেয়ে যাবে আবির। সারপ্রাইজ গিফট। রোদেলার পাগলামি আবির অনেক পছন্দ করে। রোদেলার সবই আবিরের পছন্দ। রোদেলা মাঝে মাঝে মন খারাপ করে ফেলে এতো সুখ কি কপালে সইবে ? আবির কি একটু বেশী ই ভালবাসে রোদেলাকে? রোদেলার ভাবনারা মাঝপথে থমকে যায় মায়ের ডাকে । রোদেলা চলে যাবে জার্মানি উচ্চ শিক্ষার জন্য । তাই মায়ের মন ভালো নেই। একটু বেশী আবেগি , চঞ্চল , স্বাধীনচেতা মেয়েটার জন্য মায়ের নানান চিন্তা পিছু ছাড়ে না । (চলবে )
দ্বিতীয় পর্ব পড়তে এখানে ক্লিক করুন [1]
Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.