বাজেট ২০১৪ এবং আমরা সাধারণ করদাতারা

by Jabed Jahangir | May 13, 2014 6:55 am

৪ শতাংশ জনগন যাদের আয় $২০০,০০০ এর উপর তারা প্রতি সপ্তাহে $৭.`৭০ বেশি কর প্রদান করবেন। একক আয়ের মধ্য বিত্ত পরিবার তার থেকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবেন। আর ৩০ বছর বয়সের একজন যুবক বা যুবতী বেকার প্রতি সপ্তাহে $২৫৫ বেকার ভাতা প্রথম ৬ মাসের জন্য বঞ্চিত হবেন। অর্থমন্ত্রী জো হকির ২০১৪ বাজেটকে এভাবে মূল্যায়ন করেছেন বর্ষীয়ান সাংবাদিক রস গিটিন্স।

অস্ট্রেলিয়া র গত নির্বাচনে নৌ পথে আগত শরণার্থী এর পর budget deficit এবং দেশের অর্থনীতি ঠিক করা ছিল লিবারেল পার্টি র অন্যতম নির্বাচনী পণ্য। তারা কোন কর বৃদ্ধি করবে না তাও ছিল অন্যতম প্রমিজ। তাই তাদের প্রথম বাজেট কি রকম হয় তা দেখার বিষয় ছিল। এবারের বাজেটের বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন যা আমাদের প্রভাবিত করতে পারে তা জেনে নিন সংক্ষেপে।

যারা ক্ষতিগ্রস্ত হবেন

পরিবার

Family tax benefit B এর threshold $১৫০০০০ থেকে কমিয়ে $১০০০০০ করা হয়েছে যার মানে আগে যাদের পারিবারিক আয় $১৫০০০০ এর নীচে ছিল তারা family tax benefit B পেতে পারতেন কিন্তু এখন থেকে শুধু মাত্র যাদের আয় $১০০০০০ এর নীচে তারা পাবেন এই সুবিধা।

বয়স্ক নাগরিক

সিনিয়র হেলথ কার্ড পাওয়া আরও কঠিন হবে। আর যাদের কার্ড আছে তারা senior’s supplement বাবদ একক বেক্তির $৮৭৬.`২০ এবং যুগলের $১৩২০.`৮০ আর্থিক সুবিধা হারাবেন।

শিক্ষা

বহুল আলোচিত এবং প্রশংসিত Gonski review এর ৩০ বিলিয়ন ডলার এর প্রোগ্রাম যা কিনা অস্ট্রেলিয়া র শিক্ষা বেবস্থাকে বিশ্ব মানের করার পিছনে বিনিয়োগ করার কথা তা বাদ দেয়া হবে। বিশ্ববিদ্যালয় গুলো নিজেদের মত টিউশন ফি নির্ধারণ করতে পারবে যার অর্থ, ছাত্রদের আরও বেশি করে ফি গুনতে হবে। ছাত্রদের HELP স্কিম এর লোণ এর জন্য এখন থেকে সুদ দিতে হবে। যা কিনা নিঃসন্দেহে অসংখ্য মধবিত্ত ছাত্রদের উচ্চ শিক্ষা নিয়ে নিরুতসাহি করবে।

পাবলিক সার্ভিস

১৬৫০০ পাবলিক সার্ভিস কর্মচারী ছাঁটাই করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায়। যদিও নির্বাচনের আগে এই সংখ্যা ছিল ১২০০। ক্যানবেরার অর্থনীতি ও হউসিং বাজারের উপর যার ভয়ঙ্কর প্রভাব পরার আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ।

বেকার

আগে ২২ বছর হওয়ার সাথে সাথে $৯৫ বেশি ভাতা পেতেন অল্প বয়স্ক কিশোর এর চেয়ে। কিন্তু চাকরি খুঁজছেন এমন বেকার যুবক ২২ থেকে এখন ২৫ বছর বয়স পর্যন্ত new start allowance এর জন্য বিবেচ্য হবেন না।

৩০ বছরের নীচের বয়সের যুবক বেকার হওয়ার পর ৬ মাস অপেক্ষা করতে হবে new start allowance এর জন্য।

নিন্মবিত্ত মানুষ

এখন থেকে হাসপাতালের ইমারজেন্সি ডিপার্টমেন্ট ব্যাবহারের জন্য গুনতে হতে পারে পকেটের টাকা যা কিনা নিন্মবিত্ত মানুষদের নিহুতসাহিত করবে হাসপাতালে যাওয়ার ব্যাপারে।

পেট্রোল এর উপর কর নিন্মবিত্ত মানুষকে আঘাত করবে বছরে ২ বার।

ওয়েল ফেয়ার পেমেন্ট আরও কঠিন নিয়মের আওতায় এনে নিন্মবিত্ত মানুষকে এই সুবিধা পেতে অনেক কষ্ট করতে হবে।

যারা জয়ী হলেন

প্রতিরক্ষা

২০১৭ -১৮ সালে প্রতিরক্ষা খাতে ১.৫ বিলিয়ন ডলার খরচ করার যে পরিকল্পনা ছিল তা অনতিবিলম্বে শুরু করার ঘোষণা দিয়েছন অর্থমন্ত্রী।

মেডিক্যাল রিসার্চ

সরকার ২০ বিলিয়ন ডলারের মেডিক্যাল রিসার্চ ফিউচার ফান্ড তৈরি করছে যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। যদিও অনেক বিশেষজ্ঞ বলছেন medicare co contribution নিয়ে সমালোচনা বন্ধ করতে এই আয়োজন শেষ মুহূর্তের সংযোজন।

খনি

বর্তমানে খনির কাজে নিয়োজিত গাড়ির ডিজেল এর জন্য ৬ সেন্টস ভর্তুকি দেয়া হয়। বাজেট এর আগে অনেকে এই ভর্তুকি তুলে নিতে চাপ দিচ্ছিল সরকারকে। কিন্তু যেখানে সাধারন জনগণ এর উপর পেট্রোল এর কর চাপানো হচ্ছে সেখানে খনি ইন্ডাস্ট্রি কে রেয়াত দেয়া হচ্ছে।

ভৌত কাঠামো

১১.৬ বিলিয়ন ডলার এর নতুন প্রজেক্ট এর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। পেট্রোল এর উপর নতুন কর থেকে সংগৃহীত অর্থ থেকে এই প্রোজেক্ট ফান্ড করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

Source URL: https://priyoaustralia.com.au/articles/2014/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%9f-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/